নয়া বাদ্যযন্ত্রে নতুন মাত্রায় ‘এসো হে বৈশাখ…’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২১ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার
এবার বৈশাখের উদযাপনে যোগ হয়েছে বাদ্যযন্ত্র। বৈশাখ উদযাপনের মাত্রা বাড়াতে এবার অভিনব বাদ্যযন্ত্রে এলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় সঙ্গীত ‘এসো হে বৈশাখ…’।
ভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহারে গানে এসেছে ভিন্নতা। এক ঝাঁক তারকা শিল্পী বিশ্বখ্যাত কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলা’র বোতলকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করে ‘এসো হে বৈশাখ…’ গানে এনেছে সেই নতুনত্ব।
পৃত্থিরাজের সঙ্গীত পরিচালনায় কালজয়ী গানে নতুন করে কন্ঠ দিয়েছেন, বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদসহ বাপ্পা মজুমদার, কনা, তপু, লিংকন ডি কস্তা, ঐশী, শুভ, নাফিস, নন্দিতা, লিজা ও ঋতুরাজ।
অভিনব সংগীতের উদ্যোগে কোকা-কোলার গ্লাস বোতলকে গ্লোকেনস্পাইয়েল, গ্লাস বোতলকে প্যান ফ্লুট, গ্লাস বোতলের ক্যাপকে টেমবোরিন, পিইটি বোতল ক্যাপ, গ্লাস বোতল ও চাল এবং পিইটি বোতল ও চিনিকে শাকের, ২ লিটারের পিইটি বোতলের ১০টি বান্ডেলকে কিক ড্রাম হিসেবে ব্যবহার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন পরিমানের চাল ভর্তি ক্যানের সমন্বয়ে রেইনস্টিক এবং ভিন্ন ধরনের গ্লাস ব্যবহার করে জলতরঙ্গ তৈরি করা হয়েছে। যা জিলোফোনসের স্টিক দিয়ে বাজানো হয়।