সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মা আর ছেলেকে নিয়েই অপুর বর্ষবরণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলা  নববর্ষে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। একমাত্র ছেলে এবং মাকে নিয়েই কাটছে তার বর্ষবরণের দিনটি। তিনজনে একই রকম পোশাক পরবেন তারা। সকালে উঠে সৃষ্টিকর্তার নাম নিয়ে তারপর নতুন পোশাক পরে ঘরেই শুরু হয়েছে তাদের আনন্দের ঘনঘটা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এবার সকাল শুরু করেছি পান্তা-ইলিশ দিয়ে। সন্তান জন্মের পর থেকে আমরা দুজন এইদিন একরকম পোশাক পরি। কিন্তু এবার বর্ষবরণে আমার আর জয়ের সঙ্গে আরো একজন যোগ হয়েছেন। তিনি জয়ের নানী। আমার মা-ও আছেন। বর্ষবরণে আমরা তিনজন একরকম পোশাক পরেছি। এমনিতেই বাঙালি হিসেবে বৈশাখ মানেই বড় উৎসব। দিনটিকে মা, মেয়ে আর নাতি মিলে যতটা সম্ভব বেশি করে রঙিন করে তুলব।

 

তিনি আরো বলেন, আমাদের এবারের বৈশাখ খুব আনন্দের। আমার প্রত্যাশা এই আনন্দটা যেন আনন্দই থাকে। এটি যেন বেদনায় পরিণত না হয়। কিছুদিন আগেই বনানীতে অগ্নীকাণ্ডে অনেকে প্রাণ হারিয়েছেন। এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি প্রায়ই আমাদের হতে হচ্ছে। নুসরাতের কথা কি বলব! তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে- ভাবা যায়! এই ধরনের নৃশংসতা আমরা আর দেখতে চাই না। আমি এর বিচার দাবি করছি, যেন এই বিচার দৃষ্টান্ত হয়ে থাকে।

পহেলা বৈশাখের পুরনো স্মৃতি মনে করে ঢালিউড কুইন বলেন,  চলচ্চিত্রে আসার আগে পহেলা বৈশাখের যে আনন্দ, এখন হাজার চেষ্টা করেও সে আনন্দ খুঁজে পাই না। ছোটবেলায় দিনটির জন্য অপেক্ষা করতাম। বৈশাখ নিয়ে আমার এমন কিছু স্মৃতি রয়েছে যা কখনো ভুলতে পারব না। তখন ভাবতাম পহেলা বৈশাখে নতুন জামা না পরলে সারা বছরই নতুন জামা পরতে পারবো না। এজন্য বাবার কাছে বায়নাটা একটু বেশি থাকতো।

অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামে নতুন এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করছেন। অন্যদিকে কলকাতার ‘শর্টকাট’ ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তী। এ ছবির সব কাজ শেষ। শুধু ডাবিং হলেই ছবিটি সামনে মুক্তি পাবে।