সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নুসরাত কে উৎসর্গ করে ‘নির্বাক আর্তনাদ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

‘নির্বাকতার ঔজ্জ্বল‍্যে দীপ্ত হোক বিশ্বমৈত্রী’ স্লোগানে নন্দিত মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গলে ‘গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স ৩য় ইন্টারন্যাশনাল মাইম ফেষ্ট-২০১৯’।শনিবার সন্ধ্যা ৭ টায় ঢাকা ইউনিভার্সিটি’র টিএসসি মিলনায়তনে তানভীর শেখ এর রচনা ও পরিচালনায় ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা, “নারীর থেকে হটাও তোমার পৌরুষের লাম্পট্য সরাও কামুক হাত ফিরিয়ে নাও চোখের নির্লজ্জ দৃষ্টি” এ শিরোনামে নকশা মূকাভিনয় "নির্বাক আর্তনাদ" মঞ্চায়িত হয়। আর এটি  উৎসর্গ করা হয় ফেনীতে আগুনে পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাতকে। 

এতে অভিনয় করেন  কাশপিয়া সুলতানা, ফারজানা ইয়াসমিন, রাম কৃষ্ণ মিত্র, রাসেল ইসলাম, হৃদয়উল হক, সজিব মোবাল্লেগ, নূরে আলম দিনার, আরিয়ান,আবু নাঈম ও প্রিন্স ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও প্রযোজনা ব‍্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করেন রেজাউল মাওলা নাবলু, নেপথ্যে: শারমিন কবির,মেহজাবিন কবির, নিরা রহমান, তাজনূর আক্তার ও  অমিত কুমার, পোশাক পরিকল্পনায়:  কাশপিয়া সুলতানা, আলোক পরিকল্পনায়: রেজাউল মাওলা নাবলু, সংগীত পরিকল্পনায়: তানভীর শেখ, প্রচার ও প্রকাশনায়: নূরে আলম, পাবলিক রিলেশনে: রিমু সিদ্দিকী, ডকুমেন্টেশনে: আল মাসুম সবুজ, ফটোগ্রাফিতে: মেহেদি হাসান ও সহযোগিতা করেছেন জাপান বাংলা পিস ফাউন্ডেশন, হুমায়ুন কবির সুইট, ডাঃ কায়েম উদ্দিন, মোরশেদ তালুকদার ও আব্দুল আলিম। 

 

 

'বিনোদনে নান্দনিকতা' স্লোগানে প্রতিষ্ঠিত ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ বলেন, মানবকূল সৃষ্টির পূর্ণতা পায় জীবনের আগমনে এবং শেষ হয় জীবন নিঃসরণের মাধ্যমে। আমরা প্রাচীন কাল থেকে সভ‍্য হতে হতে আজকের এই তথাকথিত আধুনিকতায় পৌঁছেছি। এই পৃথিবীতে আমরা মানুষেরাই একমাত্র প্রাণী যারা নিজেদের উন্নতি করতে পারি। বলতেই পারি আজ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞানের প্রতিযোগিতায় প্রতিদিন আমরা গতকালকে অতিক্রম করে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছি। মোটকথা বলা যায় আমরা উন্নত হয়েছি বা হচ্ছি ঠিকই কিন্তু ভুলে যাচ্ছি আমাদের দ্বায়বদ্ধতা, অন‍্যায়ের প্রতিবাদ করার মানুষিকতা এবং আরো ভুলে যাচ্ছি এ সমগ্ৰ পৃথিবী আমার ঘর ও সমস্ত মানুষ আমার পরিবার তথা আমি একজন মানুষ। উপরন্তু আমরা মেতে আছি নারী নির্যাতন, ধর্ষণ সহ আরো নানান সহিংসতায়; এ ধরনের সমাজ বাস্তবিক প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে ব্ল‍্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা নকশা মূকাভিনয় "নির্বাক আর্তনাদ"। 

 

 

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল শুরু হ ওয়া 'গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স ৩য় ইন্টারন্যাশনাল মাইম ফেষ্ট-২০১৯ এর সফল সমাপ্তি ঘটে শনিবার।এদিন সন্ধ্যায় অংশগ্রহণকারী দল এবং মূকাভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও  সমাপনী আয়োজনে মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নেয় ইংল্যান্ডের ফিলিপ, থাইল্যান্ডের অনঙ, ইন্দোনেশিয়ার মূকাভিনয় দল, ভারতের সোমা মাইম ,এবং বাংলাদেশের দ‍্যা মামার্স, মাইম আর্ট, মুক্তমঞ্চ মাইম থিয়েটার, ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন এবং ব্ল‍্যাকফ্লেইম থিয়েটার।