শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাফিক আইনে সাড়ে ৪ হাজার মামলা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙার কারণে ৪ হাজার ৬০৯টি মামলা করা হয়েছে। এ ছাড়া ২৩ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা জরিমানাও আদায় করা হয়।

শনিবার সকাল থেকে সারাদিন এ অভিযান চালানো হয়। এ সময় ডাম্পিং করা হয়েছে ২৪টি ও রেকার করা হয় ৬২১টি গাড়ি।

ট্রাফিক বিভাগ জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৮৪৫টি ও হাইড্রোলিক হর্ণ বাজানোর অপরাধে ৫৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া হুটার ও বিকনলাইট ব্যবহারের জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর দায়ে ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অপরদিকে ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬৯টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩ টি মামলা দেয়া হয়।