সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনে ২০০ কোটি টাকার ক্লাবে আন্ধাধুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

পরিচালক শ্রীরাম রাঘবনের থ্রিলার ড্রামা আন্ধাধুন চীনের বাজারে বাজিমাত করেছে। সোমবারই নির্মাতারা ঘোষণা করেছেন, সে দেশে ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে আন্ধাধুন।

 

এই সময় পত্রিকার খবরে বলা হয়, চীনে মুক্তি পাওয়ার ১৩ দিনের মধ্যে ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে আয়ুষ্মান খুরানা, টাবু ও রাধিকা আপ্তে অভিনীত এই ছবি। পিয়ানো প্লেয়ার নাম নিয়ে গত ৩ এপ্রিল চীনে মুক্তি পেয়েছে এই ছবি।

নির্মাতাদের দাবি, চীনে মুক্তি পাওয়া ভারতীয় ছবির মধ্যে এখনও পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছে আন্ধাধুন। এর আগে রয়েছে দঙ্গল, সিক্রেট সুপারস্টার, বজরঙ্গি ভাইজান ও হিন্দি মিডিয়াম।

এই ছবি ভারতীয় বাজারে ৭৫ দিন চলেছিল। ১০০ কোটি টাকার বেশি আয় হয়েছিল ২০১৮-র অক্টোবরে মুক্তির সময়। গত সপ্তাহে আন্ধাধুন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব লস অ্যাঞ্জেলস-এ ওপেনিং ছবি হিসেবে দেখানো হয়।