‘যৌন হেনস্থা মেয়েদের সঙ্গে হওয়াই যেন নিয়ম’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
কয়েক মাস আগেও #মিটু মুভমেন্টে সরগরম ছিল বলিউড ইন্ডাস্ট্রি। যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগের আঙুল তুলেছিলেন নানা পাটেকরের দিকে। তারপর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল একটি নতুন নাম। প্রিয়াঙ্কা চোপড়া।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি ‘দ্য উওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’-এর মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘যৌন হেনস্থা নারীদের সঙ্গে ঘটবেই। এ যেন নিয়ম। তবে এখন অনেক নারীরা এ নিয়ে কথা বলছেন। ভয় পাচ্ছেন না। সেটাই সাহস দেয়। মনে হয়, আমার সঙ্গেও যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে, তাহলে আর নিজেকে একা মনে হবে না।’
#মিটু মুভমেন্টের পর ইন্ডাস্ট্রির অবস্থা কি আদৌ কিছু বদলেছে? একদল মনে করেন, অন্তত কোনও অপকর্ম ঘটানোর আগে একবার হলেও ভাবছেন হেনস্থাকারী। আবার অন্য একটা অংশের মতে, #মিটু মুভমেন্ট কিছুই বদলাতে পারবে না। এত দিন আগের হেনস্থার ঘটনার অভিযোগ এতদিন পরে কেন নারীরা প্রকাশ্যে বলছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরেই। তবে সব মিলিয়ে যে কোনও পরিস্থিতিতেই হোক, মেয়েদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা।