শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলিশ সোর্স আসলাম হত্যার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

পুলিশের সোর্স আসলাম শিকদারকে হত্যার চার বছর পর গ্রেপ্তার করা হয়েছে অন্যতম আসামি আবু তাহেরকে (৩৯)। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করেছে।

সূত্র জানায়, আসামি আবু তাহের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মাদক কারবারি রহিমার কাছ থেকে ছয় লাখ টাকা নিয়ে সহযোগীদের মাধ্যমে আসলামকে হত্যা করেছিল। এরপর তাহের ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যায়। কিছুদিন নারায়ণগঞ্জ এলাকায় আত্মগোপনে ছিল। সর্বশেষ যাত্রাবাড়ী এলাকায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায়।

২০১৪ সালের ৮ নভেম্বর যাত্রাবাড়ী এলাকার বাসায় খুনের শিকার হন আসলাম শিকদার। বিপুল পরিমাণ মাদকসহ রহিমা নামের এক কারবারিকে ধরিয়ে দেওয়ায় আসলামকে হত্যা করা হয় বলে পুলিশ তদন্তকালে জানতে পারে। এ মামলায় জহির, গিয়াস উদ্দীন ওরফে গেসু, সুমন ওরফে ছয় ইঞ্চি সুমন, আরমান ও হযরত আলী নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।