বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যায় দ্বিতীয় দিনেও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় নোয়াপাড়া এলাকায় কাঞ্চণ সেতুর পূর্বপাড়ে শীতলক্ষ্যা নদীতে এ অভিযান চালায় বিআইডব্লিউটিএ । 
শীতলক্ষ্যা নদীর সীমানা পিলারের অভ্যন্তরে এবং আইন অমান্য করে নদীর সীমানার দেড়’শ ফুটের ভেতরে অবৈধ স্থাপনা গড়ে তোলায় এ উচ্ছেদে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।


এসময় চারটি পাকা, ছয়টি আধাপাকা বসতবাড়ি ও মমিন টেক্সটাইল মিল নামের একটি বস্ত্র কারখানাসহ অর্ধশত অবৈধ স্থাপনা ভেংগে ফেলা হয়। একই সাথে বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকায় মমিন টেক্সটাইলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।


বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক মো: গুলজার আলী জানান, উচ্ছেদের পূর্বে অবৈধ দখলদারদের স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিল। এরপরেও তারা সরিয়ে না নেয়ায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।


তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ’র যৌথ সমন্বয়ে নদীর সীমানা সংক্রান্ত পুন:জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। সে আলোকে পুনরায় সীমানা পিলার স্থাপন করতে নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে। 


আজকের অভিযানে কোন প্রতিবন্ধকিতা সৃষ্টি হয়নি এবং জমির মালিকানাও কেউ দাবী করতেও আসেনি। নদীকে দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গত দু’দিনে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।