সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে নির্মিত হচ্ছে ‘ফেলুদা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

‘ফেলুদা’ নামটি কোটি সিনেমাপ্রেমি বাঙালিদের জন্য এক প্রাণের স্পন্দন। অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বিখ্যাত একটি চরিত্র এটি। রূপালি পর্দায় এই চরিত্র নিয়ে অসংখ্য চলচ্চিত্র তৈরি যেমন হয়েছে ঠিক তেমনি সেগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

এছাড়া বিভিন্ন সময়ে ‘ফেলুদা’ চরিত্রটিতে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শশী কাপুর, আবির চ্যাটার্জি ও পরমব্রত।

এদিকে, এবার বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন টেলিভিশন জগতের শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকা এই অভিনেতা এবার ফিরছেন ‘ফেলুদা’ সিরিজ দিয়েই।  

ফেলুদাকে নিয়ে প্রথমবারের মতো এককভাবে বাংলাদেশি প্রযোজনায় নির্মিত হওয়া এই ওয়েব সিরিজের পরিচালনা করবেন তৌকীর আহমেদ। আগামী ২১ এপ্রিল থেকেই এর শুরু হচ্ছে। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশনস।

ফেলুদা সিরিজের অন্যতম গল্প ‘নয়ন রহস্য’ নিয়ে নির্মিত হবে এই ওয়েব ধারাবাহিকের মূল কাহিনী। ৮০ মিনিট দৈর্ঘ্যের সিরিজটি প্রচার হবে তিনটি পর্বে। এটি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপ-এ।

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে এই ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য। এতে কেবল বাংলাদেশি অভিনয়শিল্পীরাই অভিনয় করবেন বলে জানা গেছে। ফেলুদার ভূমিকায় আহমেদ রুবেলের নাম প্রকাশ করা হলেও তার দুই সঙ্গী তোপসে আর জটায়ু’র ভূমিকায় কারা থাকছেন সেই চমক এখনো ফাঁস করেননি প্রযোজক।

 

গেলো বছর আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের প্রযোজনায় ফেলুদার তিনটি গল্প ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হয়। যেটি নির্মাণ করেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ‘গোলকধাম রহস্য’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’ ও ‘শেয়াল দেবতা রহস্য’ গল্পগুলোর ফেলুদার ভূমিকায়ও ছিলেন তিনি।