‘এক সকালে’ এ আই রাজু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
গানের রিয়্যালিটি শো পাওয়ার ভয়েসের মাধ্যমে পরিচিতি পেয়েছেন সঙ্গীতশিল্পী এ আই রাজু। বাংলা নববর্ষ উপলক্ষে তিনি প্রকাশ করেছেন নতুন মিউজিক ভিডিও ‘এক সকালে’। গানটি তার ‘গানের দেশে ফেরা’ অ্যালবাম থেকে নেওয়া হয়েছে।
রাজুর নিজের ইউটিউব চ্যানেল ‘স্টুডিও এআইআর’-এ গানটি উন্মুক্ত হয়েছে। হেলাল ওয়াদুদের কথায় লাবু রহমানের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও পরিচালনা করেছেন সায়েফ উদ্দিন রিফাত।
এ প্রসঙ্গে রাজু বলেন, শ্রোতারা এখন গানের অডিওর পাশাপাশি ভিডিওকেও প্রাধান্য দেন। সেই ভাবনা থেকেই সুন্দর একটা গল্প বাছাই করেছি। আশা করছি গান-ভিডিও সবার ভালো লাগবে।
‘এক সকালে’ গানের ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। গানের ভিডিওতে বাড়তি আকর্ষণ হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যালিপ্যাড।
রাজুর প্রথম গান ‘তালাশ’। এরপর তিনি প্রকাশ করেন ‘পাগলামি’ নামের আরেকটি গান-ভিডিও। এছাড়া তিনি ‘দেশা- দ্যা লিডার’ সিনেমাতে প্লেব্যাক করেছেন।