সোনারগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম সালমা আক্তার (২৬)। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার আব্দুর কাদির মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী তার সন্তান নিয়ে পলাতক রয়েছে। মঙ্গলবার রাতে সোনারগাঁও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রব মিয়া বাদি হয়ে গতকাল বিকেলে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে আব্দুল কাদির মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বাসকারী মাদকাসক্ত ইকবাল হোসেন (৩৪) যৌতুকের দাবিকৃত ২০ হাজার টাকার জন্য তার স্ত্রী সালমা আক্তারকে চাপ প্রয়োগ করে। সালমা এ টাকা দিতে অনীহা প্রকাশ করলে দুজনের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে তার স্বামী সালমাকে বেধড়ক পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে। পরে একমাত্র সন্তান ইমরানকে (৬) সাথে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ভাড়াটিয়া বাসার আশপাশের লোকজন এসে খাটের ওপর গৃহবধূ সালমার লাশ পরে থাকতে দেখে। খবর পেয়ে একই এলাকায় বসবাসরত সালমার দুই বোন আরজুদা ও করমা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে।
নিহত গৃহবধূ সালমার বড় ভাই আব্দুর রব জানান, ইকবাল সব সময় নেশা করত। সে আমার বোনকে মারধর করে বেশ কয়েকবার যৌতুক আদায় করেছে। সর্বশেষ ২০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে। আমার বোন এ টাকা পরিবার থেকে এনে দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, কাঁচপুর সোনাপুর এলাকায় গৃহবধূ সালমা হত্যার ঘটনায় তার বড় ভাই বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে গতকাল বিকেলে হত্যা মামলা দায়ের করেছে। ইকবালকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।