রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় উচ্ছেদ অভিযান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
শীতলক্ষ্যাকে অবৈধ দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর পশ্চিম তীরে এ অভিযান চালানো হয়। দ্বিতীয় দিনের অভিযানে ৬টি পাকা বহুতল ভবন, ৫টি আধাপাকা বসতবাড়িসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে এবং বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী ও উপ পরিচালক মোঃ শহীদুল্লাহর তত্ত্বাবধায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।
এ সময় বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রণী, একটি টাগবোট, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।