মাদক সেবনে বাঁধা দেয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে জখম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫০ এএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার
সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে একটি শিশুকে জোড়পূর্বক ধুমপান করায় সে কাজে বাঁধা দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাইফুল নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, সোনারগাঁ পৌর এলাকার দীঘিরপাড় গ্রামের রিফাত, হিমেল, সিফাত এবং কৃষ্ণপুরা গ্রামের শান্ত ও ইমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনসহ নানা অপরাধ করে আসছে। গতকাল বৃহস্পতিবার তারা একত্রিত হয়ে রাস্তায় একটি শিশুকে জোরপূর্বক সিগারেট খাওয়ানোর চেষ্টা করে।
এসময় শিশুটি কান্নাকাটি করলে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা সাইফুলের উপর লোহার রড, খেলার ষ্ট্যাম্প, রামদা, ছুড়ি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে তার মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ভাবে আহত করে।
সাইফুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সাইফুলের বড় ভাই আবু নাঈম সজিব বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।