সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গানের রাজা’র মহোৎসব শুক্রবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

বাংলাদেশকে সৃজনশীল সংগীতাঙ্গন উপহার দেয়ার লক্ষ্যে শিশুদের মনন বিকাশে শুরু হচ্ছে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো ‘গানের রাজা’। 

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মহোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের অতিথি বিচারক হিসেবে থাকবেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। একটি পরিবেশনায় অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। এছাড়া প্রতিযোগিতার প্রধান দুই বিচারক চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত কোনাল ও ইমরান তো থাকছেনই। 

 

উৎসবটিতে আরো থাকছে চিত্রনায়িকা পূর্ণিমা, পরিমনি, সঙ্গীতশিল্পী এস আই টুটুল, তপন চৌধুরী, তপু, ডলি সায়ন্তনী, আগুনসহ জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর সব পরিবেশনা।

৫ জন শীর্ষ প্রতিযোগী অংশ নিবে এ উৎসবে। শীর্ষ প্রতিযোগিরা হলো- ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাপাইনবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চামকা (রাঙামাটি) এবং সিঁথি সরকার (ময়মনসিংহ)। 

লাক্স-চ্যানেল আই সুপারস্টার টয়া ও শিশু শিল্পী সাহিরের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী সরাসরি চ্যানেল আই-এর পর্দায় ওইদিন রাত ৭.৩১ মিনিটে উপভোগ করবেন দর্শকরা।

এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে দেশসেরা গানের রাজা। এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই-গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস অনুষ্ঠানটি টিআরপি রিপোর্টের সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের সব টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে প্রথম অবস্থানে আছে এবং এরইমধ্যে বেশ কয়েকবার শীর্ষ স্থান অর্জন করেছে।