‘ডিডিএলজি’-তে মজলেন ড্যাডি কুল ও ছেলে রাজ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার
শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি দেখেননি এমন সিনেমাপ্রেমী বোধহয় খুব কমই আছে। ছবিটির নাম ছোট করে ডিডিএলজি-তেই বেশি পরিচিত সিনেমাপ্রেমীদের মধ্যে। এই ছবিটি সিনেমা হলে টানা ১০০০ সপ্তাহ ধরে চলার রেকর্ড গড়েছিল। ছবির বহু পছন্দের দৃশ্যই বহু সিনেমাপ্রেমীদের চোখে এখনো হয়ত লেগে রয়েছে।
ছবিতে শাহরুখ-কাজল জুটি ছাড়াও অন্যতম পছন্দের যে চরিত্রটি রয়েছে সেটা হল শাহরুখের বাবার চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনুপম খের। কৌতুকের মোড়কে অনুপম খেরের চরিত্রটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতন সেরা চরিত্র বললে বোধহয় ভুল হয় না।
ছবিতে বাবা-ছেলে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছিলেন অনুপম-শাহরুখ। বৃহস্পতিবার শাহরুখের সঙ্গে ডিডিএলজি-তে কাজ করার কথা মনে করে বিশেষ টুইট করেন কিংবদন্তি অভিনেতা অনুপম খের।
টুইটে তিনে লেখেন, প্রিয় শাহরুখ, এমনি এমনিই নিউ ইয়র্কে বসে হঠাৎ করেই তোমার কথা ভীষণ মনে পড়ল। আমরা ভীষণই সুন্দর মুহূর্ত কাটিয়েছি। জীবনের পথে আমর এখন অনেকটাই এগিয়ে গিয়েছে, আমরা বুড়ো হয়েছি। তবে ভালোবাসা সব সময়ই রয়েছে।
এ ছবির স্মৃতিতে নস্টালজিক হয়ে পড়া অভিনেতা অনুপম খেরের টুইটের পাল্টা জবাব দিয়েছেন কিং খানও। লিখেছেন, একেবারেই নয় ‘ড্যাডি কুল’। জীবনের পথে বুড়ো আপনার শক্রুরা। আমাদের মন এখনো সেই ছোটটিই আছে। একদিন বাড়িতে আসুন আপনার সঙ্গে বসে আবারো সাপ-লুডো খেলি। একসঙ্গে বসে বালির ঘর বানাতেও পারি। আপনাকে খুব মিস করছি।
শাহরুখের টুইটের পাল্টা জবাব দিয়ে অনুপম খের আবারো লিখেছেন, ফিরেই দেখা করছি, অনেক ভালোবাসা রইল।
তবে শুধু ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গ’ ছবিতেই নয় শাহরুখ খান-অনুপম খেরকে দেখা গেছে আরো বেশকিছু ছবিতে। যার মধ্যে রয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়', ‘পেহেলি', ‘জাব তাক হ্যায় জান’, ‘ভির জারা', ‘হ্যাপি নিউ ইয়ার’ সহ আরো বেশকিছু ছবি।
এদিকে, মাঝে মধ্যেই শাহরুখ ও অনুপম খেরকে টুইটারে কথা চালাচালি করতে দেখা যায়। আর তারা যখনই কথা বলেন, শাহরুখ অনুপম খেরকে সবসমই ড্যাডি কুল বলেই সম্বোধন করেন।