নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উ.কোরিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ সম্মেলনের পর এই প্রথম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নজরদারিতে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।
বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর এক প্রতিবেদনে নতুন ক্ষেপণাস্ত্রের তথ্য জানানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়ে কিমের নজরদারিকে খবরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হলেও গাইডেড ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। ক্ষেপণাস্ত্র সম্পর্কে খবরে বলা হয়েছে, দিকনির্দেশনা ব্যবস্থার ক্ষেত্রে এ ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্য রয়েছে। এ ছাড়া, এর রয়েছে অত্যন্ত শক্তিশালী বোমা বা ওয়ারহেড।
এটি আন্তর্জাতিক নয় বরং নিজ সীমানার কাছাকাছি যুদ্ধে ব্যবহারের জন্য নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।