সিদ্ধিরগঞ্জে ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৩ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ইসমাইল মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি খেলনা পিস্তল, ২টা চাইনিজ কুড়াল, ৩টা চাকু, ১টা চাপাতি ও একটি দা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ডাকাত ইসমাইল সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নং ওয়ার্ডের রসুলবাগ পাকা রাস্তার শেষ মাথায় মাহবুবের নব নির্মিত ভবনের ভিতরে গ্রেফতারকৃত ইসমাইলসহ নাদির, বিষু, আকাশ, সুজন, মাসুদ, শাহজাহান এবং আরো ৪/৫ জন ডাকাত মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে গভির রাত আনুমানিক একটার দিকে অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় বাকী আসামীরা পালিয়ে গেলেও ইসমাইল ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ওইসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে। অন্য ডাকাতদের ধরার জন্য গ্রেফতারকৃত আসামীর রিমান্ড আবেদন করা হবে। নারায়ণগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহিন শাহ পারভেজ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রমূখ।