যুক্তরাজ্যের ২৬ প্রেক্ষাগৃহে ‘সংগ্রাম’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৩ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
২০১৪ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল লন্ডন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক মুনসুর আলীর চলচ্চিত্র ‘সংগ্রাম’। প্রায় পাঁচ বছর পর ছবিটি এবার মুক্তি পেলো যুক্তরাজ্যের ২৬টি প্রেক্ষাগৃহে।
যুক্তরাজ্য প্রবাসীদের মতে, এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম কোনও চলচ্চিত্র হিসেবে দেশটির মূলধারায় মুক্তি পেলো ‘সংগ্রাম’।
এদিকে মুক্তি উপলক্ষে গত ১৭ এপ্রিল লন্ডনের বিখ্যাত টেমস নদীর তীরে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হয়েছ। যেখানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশটির বেশ কিছু কর্মকর্তা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ছবির নায়িকা রুহী ও আমান রেজাসহ সংশ্লিষ্ট অনেকে।
ছবিটি নিয়ে এর অভিনেত্রী রুহী বলেন, ‘বার্মিংহাম, ম্যানচেস্টার ও লন্ডনসহ ২৬টি প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবেন দর্শকরা। আমি বলবো, এটি এমন একটি চলচ্চিত্র, যা দেখে কেউ হতাশ হবেন না।’
নির্মাতা মুনসুর আলী বলেন, ‘ছবির মূল চরিত্র করিম উদ্দিনের জন্ম ব্রিটিশ পিরিয়ডে। তিনি ৪৭-এর দেশভাগে হন পাকিস্তানি। একাত্তরের মহান যুদ্ধে তরুণ করিম নিজ ভূমি বাংলাদেশের জন্য লড়াই করেন। যুদ্ধের পর আবার ফিরে আসেন ব্রিটেনে।’
আরও জানা যায়, ‘সংগ্রাম’ ছবির পটভূমি গড়ে উঠেছে ১৯৭১ সালকে ঘিরে। মুসলমান যুবক করিম আর হিন্দু মেয়ে আশার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ যুদ্ধ শুরু হলে গণহত্যা আর গুম থেকে বাঁচার জন্য লড়াই শুরু করতে হয় করিমকে। আশাকে ফিরে পাওয়ার আগেই দেশকে স্বাধীন করতে হবে, এমন প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধে যান করিম।
‘সংগ্রাম’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন আমান রেজা ও রুহী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। আরও আছেন মুরাদ, সুব্রত, অনন্ত হীরাসহ অনেকে।