‘গানের রাজা’ হলেন লাবিবা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫২ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
দেশকে সংগীতের উর্বর ভূমি করতে শিশুদের নিয়ে সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো ‘গানের রাজা’র আয়োজন করে চ্যানেল আই। আজ শুক্রবার এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে ফাইরুজ লাবিবা, প্রথম রানার আপ শফিকুল ইসলাম ও দ্বিতীয় রানার হয়েছে সিথি সরকার।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠানটি সন্ধ্যা সাতটার কিছুক্ষন পর শুরু হয়ে ৯টা ৫০ মিনিটের দিকে সমাপ্তি ঘটে।
গেল বছরের শেষ দিকে শুরু হওয়া এই আয়োজনে সারাদেশ থেকে ৬ থেকে ১৩ বছর বয়সী ৫ হাজারের বেশি কোমলমতি শিশু অংশগ্রহণে জন্য নাম নিবন্ধন করে। সেখান থেকে বিভিন্ন অডিশন, মেগা অডিশনের পর চূড়ান্ত পর্বের জন্য রাখা হয় ৫ জন প্রতিযোগীকে। তাদের নিয়ে আজ এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
চ্যাম্পিয়ন লাবিবার মাথায় উঠছে ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’র মুকুট আর পাবে ৫ লাখ টাকা। প্রথম রানার আপ শফিকুল ইসলাম পেয়েছে ৩ লাখ টাকা ও দ্বিতীয় রানার আপ সিঁথি সরকার পেয়েছে ২ লাখ টাকা।
যে ৫ জন প্রতিযোগী চূড়ান্তভাবে লড়ছে তারা হলো: নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম, রাঙামাটির পনি চাকমা, খুলনার ফাইরুজ লাবিবা, ময়মনসিংহের সিঁথি সরকার এবং চাঁপাইনবাবগঞ্জের মেফতাহুর জান্নাত লরা।
‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত তারকা রুনা লায়লা। আর ‘গানের রাজা’র শুরু থেকে বিচারকার্য পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল।
গ্র্যান্ড ফিনালের মঞ্চ নেচে মাতিয়েছেন পূর্ণিমা-রোশান।
আরো নাচ পরিবেশন করেন পরীমনি। শীর্ষ ৫ প্রতিযোগীর সঙ্গে গান গেয়ে শোনান এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি, তপু। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির আমান খান।