শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপানে শান্তি পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

প্রথম বাংলাদেশি হিসেবে সম্প্রতি জাপানে শান্তি পদক পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান। দেশটির সর্ববৃহৎ হানামাতসুরি উৎসবে (বুদ্ধজয়ন্তী উৎসব-২০১৯) তাকে ‘টোকুরিন-জি এশিয়ান বুদ্ধিস্ট পিস অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়।

পদক কমিটির পক্ষ থেকে ড. অহিদুজ্জামানকে শান্তিপদক ও সনদ তুলে দেন জাপানের নাগোয়া শহরের টোকুরিন-জি বুদ্ধমন্দিরের সর্বোচ্চ ধর্মযাজক রেভারেন্ড শুচো তাকাওকা।

এই পদকটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উৎসর্গ করেন ড. এম অহিদুজ্জামান। এই উৎসবে জাপান ও অন্যান্য দেশ থেকে গবেষক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

JAPAN

হানামাতসুরি উৎসবে আয়োজিত এক অনুষ্ঠানে ড. অহিদুজ্জামান ‘দ্য ইম্পর্ট্যান্স অব কালচারাল ডাইভারসিটি : রোল অব রিলিজিয়াস কমিউনিটিজ’ শীর্ষক বক্তব্য দেন।

তিনি তার বক্তব্যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিকা তুলে ধরেন।