কুয়েটে কর্মশালা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘এ্যানুয়াল পারফরমেন্স ম্যানেজমেন্ট: কুয়েট পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিসটেন্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর আবদুল মান্নান বলেন, বাংলাদেশের উন্নয়নের গতিধারা ধরে রাখতে হবে, বৃদ্ধি করতে হবে আমাদের কর্মদক্ষতা।
কুয়েটের গ্র্যাজুয়েট এবং গবেষণা আগামীর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।