রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিংবদন্তি লাকী আখান্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

বাংলা সঙ্গীতাঙ্গনের সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ছিলেন লাকী আখান্দ। ছিলেন বলার অর্থ হচ্ছে তিনি এখন প্রয়াত। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন পরপারে। আজ এ কিংবদন্তি শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

তবে তার অমর সৃষ্টি তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের মাঝে। হয়তো এভাবেই বেঁচে থাকবেন অনন্তকাল।

‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’ বিখ্যাত এই গানগুলোর স্রষ্টা লাকী আখান্দ চলে গেছেন তবে রেখে গেছেন কালজয়ী কিছু গান। যা দিয়ে আজীবন ভক্তদের মনে গেঁথে থাকবেন তিনি। 

সুর ও সংগীতায়োজনের কিংবদন্তি তিনি। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক সব ধরণের গান তার ছোঁয়ায় অতুলনীয় হয়ে উঠতো।

লাকী আখান্দের বেশ সমৃদ্ধ ও পরিচিত কিছু অ্যালবাম আছে। সেগুলো হলো (১৯৮৪) পরিচয় কবে হবে (১৯৯৮), বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮), আনন্দ চোখ (১৯৯৯), আমায় ডেকো না (১৯৯৯), দেখা হবে বন্ধু (১৯৯৯)।

ক্ষণজন্মা এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন অন্য শিল্পীদের জন্যে। তার গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, হাসান প্রমুখ।

তবে কিংবদন্তির দ্বিতীয মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন নেই। বাংলাদেশের সঙ্গীতাঙ্গন তাকে স্মরণ করে কোনো আয়োজনই রাখেনি।