বিয়ের জন্য বলিউড অভিনেত্রী যারা মুসলিম হয়েছেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
বিয়ে করে ধর্মান্তরিত হওয়ার ঘটনা বলিউডে ভুরি ভুরি। ভিন্নধর্মী কারো সঙ্গে চুটিয়ে প্রেম, অবশেষে বিয়ে। এর আগে বা পরে নিজ ধর্ম ত্যাগ করে স্বামীর ধর্ম গ্রহণ করেছেন। বলিউডে যেসব নারী অভিনেত্রী বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেসব তারকাদের নাম-পরিচয় তুলে ধরা হলো:
১. শর্মিলা ঠাকুর: শর্মিলা ঠাকুর বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের একজন। ২০১৩ সালে অভিনয়ে অসামান্য কৃতিত্বের জন্য পদ্মভূষণ পদকে ভূষিত হন। খ্যাতিমান এই অভিনেত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন মনসুর আলি পতৌদিকে। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয় আয়েশা। শর্মিলার তিন সন্তানের প্রতেকেই ইসলাম ধর্মের অনুসারী। সাইফ আলি খান, সোহা আলি খান আর সাবা আলি খান বলিউডের নামি তারকাও বটে।
২. হেমা মালিনী: সুন্দরী এই অভিনেত্রীকে বি-টাউনের ড্রিম গার্ল বলা হয়। তিনিও বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে তাদের বিয়ের পথে বাধা ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই বাধা কাটাতে ১৯৭৯ সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন। কারণ, মুসলিম ধর্মে একাধিক বিবাহ আইন রয়েছে।
৩. মমতা কুলকার্নি: একাধিক সুপার হিট ছবির নায়িকা মমতা কুলকার্নি। রূপের সৌন্দর্যেও দ্যুতি ছড়ানো এই অভিনেত্রী ২০১৩ সালে মুসলিম প্রেমিক ভিকি গোস্বামীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন। এই প্রেমিক যুগল বর্তমানে নাইরোবিতে বাস করছেন।
৪.আয়েশা টাকিয়া: হালের আবেদনময়ী নায়িকা আয়শা টাকিয়া। তার বাবা হিন্দু, আর মা ব্রিটিশ-ইন্ডিয়ান। সেই আয়েশা বহু দিন চুটিয়ে প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। ২০০৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেন। তবে অনেকদিন তার ধর্মান্তরের বিষয়টি গোপন ছিল।
৫. অমৃতা সিং: বলিউড এই অভিনেত্রী পারিবারিক সূত্রে শিখ ধর্মের অনুসারী। অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের সংসার জীবন বেশিদিন স্থায়ী হয়নি। কারিনা কাপুরের সঙ্গে এখন সংসার করছেন সাইফ।