ফডিসিতে সুসজ্জিত মসজিদ নির্মাণ শুরু, বাজেট তিন কোটি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
পবিত্র শবে বরাতে গতকাল এফডিসি-তে শুরু হয়েছে সুসজ্জিত মসজিদের নির্মাণ কাজ। আর মসজিদটি নির্মাণে অর্থায়ন করছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। এখানে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ পড়ার আলাদা জায়গা থাকবে।
আবদুল কাদির মোল্লার ঘনিষ্ট স্বজন ও অভিনেতা সনি রহমান বলেন, এফডিসিতে আমরা মসজিদের কাজ শুরু করেছি। পবিত্র শবে বরাতে মসজিদ নির্মাণের কাজ শুরু করতে পেরে আমাদের ভাল লাগছে। মসজিদের নকশা অনুযায়ী কাজ সকাল থেকেই শুরু হয়েছ। আর এটি নির্মাণ কাজ শেষ হতে দুই বছরের মত সময় লাগবে।
মসজিদটি নির্মাণে খরচ হবে প্রায় তিন কোটি টাকা। এ ব্যপারে সনি রহমান বলেন, আমরা এফডিসি থেকে আবদুল কাদির মোল্লার কাছে যে মসজিদটি চেয়েছিলাম তার বাজেট ছিল সোয়া দুই কোটি টাকার মতো। গত বছরের ডিসেম্বরে মোল্লাহ সাহেব এফডিসিতে এসে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। সেদিন অভিনেত্রী নাসরিন একই মসজিদে মহিলাদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা চান। বিষয়টি মেনে নিয়ে আবারো নকশা করেন তিনি। এখন সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি তিনি এফডিসিকে দান করছেন।
জানা যায়, গতকাল বাদ আসর এফডিসির অস্থায়ী মসজিদে মিলাদের আয়োজন করা করা হয়। এফডিসির শিল্পী ও কলাকুশলীরা এই মিলাদে অংশ নেন।