রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিক্ষার টাকায় চলছে বিলকিস বারীর মেয়ের জীবন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

‘মুখ ও মুখোশ’। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন বিলকিস বারী। শেষ জীবনে এসে এই নায়িকার মেয়ে ভুলু বারীর জীবন চলছে ভিক্ষার টাকায়। মৌলিক চাহিদা পূরণ করতে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর কাছাকাছি এলাকায় একটি ভাঙা ঘরে থাকেন ভুলু বারী। প্রতিদিন সকালে প্রিয় প্রাঙ্গণ এফডিসি’তে আসেন তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন।তাদের কাছে নিজের খরচের টাকা যোগাড় করতে হাত পাতেন। কেউ দেন পাঁচ, দশ টাকা, কেউ আবার দেন না।

এভাবে দিনে একশ’ থেকে দুইশ টাকা জোগাড় করে বাসায় ফিরেন ভুলু বারী। সেই টাকায় সংসার চলে দেশের প্রথম নায়িকার মেয়ের জীবন। বাড়ি ফিরে আবার আশায় বুক বাঁধেন। হয়তো কেউ একজন এসে খোঁজ নেবে, আর্থিক সহায়তা দিতে পাশে দাঁড়াবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নায়িকা’র পরিবারকে। কিন্তু দেখতে দেখেতে কেটে গেছে ৪৫ বছর কেটে গেলেও কেই খোঁজ নেয়নি।

প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে ভুলু বারী বলেন, আমি বাংলাদেশের প্রথম নায়িকার মেয়ে হয়ে আমার আজ এই অবস্থা! আমাকে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) যেন কিছু সাহায্য করেন।

প্রসঙ্গত, মায়ের হাত ধরেই মাত্র নয় বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেন ভুলু বারী। এখনো নিয়মিত পদচারণা এফডিসিতে। জীবনের শেষ দিনটির সময়ও কাটাতে চান প্রিয় এই প্রাঙ্গনে।