রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘অজানা অসুখে’ বিতর্কে আহমেদ শরীফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ নিজের ও তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে গত ১৮ এপ্রিল ৩৫ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই অভিনেতা তার ঠিক কোন অসুখের জন্য এই সহায়তা পেয়েছেন তা জানা যায়নি।

১৮ এপ্রিল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছ থেকে নিজেই অনুদানের চেক গ্রহণ করেন এই চলচ্চিত্র অভিনেতা। এই অর্থ সহায়তা পেয়ে নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। অনুদানের বিতর্কের পাশাপাশি আরো বিভিন্ন কথা শোনা যাচ্ছে এই অভিনেতার বিরুদ্ধে। বঙ্গবন্ধুবিদ্বেষী হিসেবে পরিচিত আহমেদ শরীফ। বিভিন্ন সময় তিনি জাতির পিতাকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।

চিকিৎসা সহায়তা গ্রহণ করার পর থেকেই আহমেদ শরীফের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার নেতিবাচক ধারণার কথাও উঠে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আহমেদ শরীফের বড় ভাই বিজিএমই’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। ডেনিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন আহমেদ শরীফ। উত্তরায় তার হাউজিং ব্যবসাও আছে।

সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’তে নায়ক হিসেবে আহমেদ শরীফের চলচ্চিত্র যাত্রা শুরু হলেও পরে খলনায়ক হিসেবে ‘বন্দুক’ চলচ্চিত্রে অভিনয় করেই নজর কাড়েন তিনি। আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ; যার অধিকাংশেই খলনায়কের চরিত্রে ছিলেন তিনি। রাজনৈতিক আদর্শে বিএনপি মতাদর্শের আহমেদ শরীফ। একসময় দলটির সাংস্কৃতিক ফ্রন্ট জাসাসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।