ইফরান সাজ্জাদের এ কি হাল করলো ফারিন?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার দুপুর থেকে একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা গেছে ওয়াশ রুমের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইফরান সাজ্জাদ। আর পাশে হাই-কোমড এর উপর বসে আছে তার দিকে মিষ্টি-দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে রয়েছে তাসনিয়া ফারিন। তাহলে কি ইফরান সাজ্জাদ কে কিডন্যাপ করে এভাবে বেঁধে, ফেলে রেখেছে ফারিন?
এমন ছবির বিষয়ে তাসনিয়া ফারিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইন্টারনেটের কল্যাণে চাইলেই সবকিছু পাওয়া যাচ্ছে। ইন্টারনেটকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নেতিবাচক কাজ হচ্ছে চারপাশে। যার ফলে বেড়ে যাচ্ছে সাইবার ক্রাইম! ইন্টারনেটের কারণে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষ বেশি ঝুঁকে গেছে। ফেসবুকের মাধ্যমে অচেনা তরুণ-তরুণী সম্পর্কে জড়াচ্ছে। এমন সম্পর্কের পরিণতি কী হতে পারে তা নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘নেট লাভ’। এ নাটকটিরই দৃশ্য এটি।
ফারিন বলেন, নাটকে ফেসবুকের মাধ্যমে ইফরান সাজ্জাদের সঙ্গে পরিচয় হবে। এখানে আমার চরিত্রের নাম নিলা। বেশ চতুর টাইপের মেয়ে। আমাদের দুজনের পরিচয়, দেখা সাক্ষাতের পর সাজ্জাদ ভাইয়াকে আমি বিপদে ফেলি। পরিচয়ের পর ভালো করে কারো সম্পর্কে না জেনে না বুঝে এগোলে বেশিরভাগ সময় কী পরিণতি হতে পারে সেটাই দেখানো হয়েছে। আবার শেষে গিয়ে আমিও বেশ বিপদে পড়ি। এমনি গল্পে এগিয়ে যাবে নাটকটি। আমার জন্য এ নাটকের চরিত্রটি নতুন। দর্শকদের কাছে একটি শিক্ষামূলক কাজও হতে পারে এটি।
ফারিন আরো জানান, রোম্যান্টিক থ্রিলারধর্মী গল্পের ‘নেট লাভ’ নাটকটির চিত্রনাট্য করেছে মুরাদ পারভেজ। আর এটি পরিচালনা করছেন রিন্টু পারভেজ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি আমি আর ইফরান সাজ্জাদ। গতকাল আর আজকে রাজধানীর লালমাটিয়ার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। শিগগিরই এটি সম্প্রচারে আসবে।
ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন ছাড়াও ‘নেট লাভ’-এ অভিনয় করেছেন মেঘা, রাহুল খান প্রমুখ।
এদিকে, সম্প্রতি তাসনিয়া ফারিন অভিনয় করেছে ‘সুবর্ণ তিথী’ শিরোনামের একটি নাটকে। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এতে ফারিন ছাড়াও আরো অভিনয় করেছে ইন্তেখাব দিনার, শবনম ফারিয়া ও গোলাম কিবরিয়া তানভীর। এই নাটকটিও শিগগিরই প্রচারিত হবে।
অন্যদিকে, গেল পহেলা বৈশাখে টেলিভিশন ও অনলাইনে প্রচার হয়েছে ফারিনের ‘হাফ ডজন’ নাটক। এগুলো হলো- জোভানের বিপরীতে রিফাত আদনান পাপন পরিচালিত ‘দৌড়া বাজান’, গোলাম কিবরিয়া তানভীরের সঙ্গে শরিফুল ইসলাম শামীম পরিচালিত ‘টাপুর-টুপুর’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত অপূর্বের বিপরীতে ‘পুলিশ একজন মানুষ’, আফরান নিশোর সঙ্গে ‘চারকাহন’, শামীম হাসান সরকারের সঙ্গে ‘ফেয়ার ইন লাভ’, সায়েদ জামান শাওনের সঙ্গে কাজল আরেফিন অমির নির্দেশনায় ‘সরি স্যার’।