নৃত্যশিল্পী কংকা এখন তুরস্কে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
আন্তর্জাতিক শিশু উৎসবে অংশ নিতে তুরস্কে অবস্থান করছে নৃত্যশিল্পী ফারমিনা তাবাসসুম কংকা। কংকা পাবনার গোবিন্দা মহল্লার আবুল কালাম আজাদ ও জালালপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমাতুন নাহার কাজলের বড় মেয়ে। সে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রতি বছর ২৩ এপ্রিল আন্তর্জাতিক শিশু উৎসবের আয়োজন করে তুরস্ক। বিশ্বের ৪৫টি দেশের শিশু শিল্পীরা তাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। সারাদেশের ৬৮জন নৃত্যশিল্পীর মধ্যে ১৬ সদস্যের একটি করে বাংলাদেশ শিশু একাডেমি। এই টিমের সদস্য কংকা। এই টিম ১২ এপ্রিল ঢাকা ছাড়ে। এরইমধ্যে দলটি তুরস্কের ইস্তাম্বুল, স্যামসাং, আঙ্কারায় সুখ্যাতি অর্জন করেছে। ২৩ এপ্রিল অঙ্কারাতে ‘গালা শো’তে অংশ নিয়েছে বাংলাদেশ দল।
এরআগে কংকা জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৮ এ জাতীয় পর্যায়ে ক- গ্রুপে নৃত্য (উচ্চাঙ্গ) অংশ নিয়ে চ্যাম্পিয়ান হয়। ২০১০ সালে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে ৩য় স্থান অর্জন করে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ কত্থক নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করে সে। গত জুন মাসে ঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর হাত থেকে শ্রেষ্ঠত্বে পুরস্কার গ্রহণ করে কংকা। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ এ খ-বিভাবে কত্থক নৃত্যে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে গত মে মাসে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কংকা।