রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাইসাকে এবার রেহাই দিন: কাজল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

তারকাদের সন্তান মানেই সবসময় লাইট ক্যামেরা মধ্যে থাকতে হয়। আর এ কারণেই তারকা না হয়েও জনপ্রিয়া রয়েছে তাদের। কিন্তু অনেক সময়ই এ জনপ্রিয়তায় হন না তারকারা। যেমনটা হননি বলিউড অভিনেত্রী কাজল।

কাজল এবং অজয় দেবগণের মেয়ে নাইসা। মেয়ের ক্যারিযার পরিকল্পনা নিয়ে অভিনেত্রী বলেন, ওর এখন মাত্র ১৬ বছর বয়স। আমার মনে হয় মিডিয়া এবং জনতা ওকে একটু নিজের মতো করে থাকতে দিলে ভালো হয়। সম্প্রতি নাইসা নিজের ১৬তম জন্মদিন উদযাপন করেছে। এখন সে দশম শ্রেণীতে পড়ে এবং নিজের বোর্ড এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে।

অভিনেত্রী কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল তার ও অভিনেতা অজয় দেবগণের মেয়ে নাইসা দেবগন কবে বলিউডে ডেবিউ করবেন? উত্তর কাজল বলেন, নাইসা তারকার সন্তান ঠিকই, কিন্তু এবার সাধারন মানুষ এবং মিডিয়া দয়া করে ওকে একটু নিজের মতো করে বাঁচতে দিক। মুম্বইয়ে ২০১৯ সালের দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন কাজল। তখনই এমন মন্তব্য করেন অভিনেত্রী।

অভিভাবকদের তারকা স্ট্যাটাসের জন্য সন্তানদের ভবিষ্যৎ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে কাজল ও অজয় দেবগণ মাঝেমধ্যেই সোচ্চার হন। সম্প্রতি টোটাল ধামাল সিনেমার প্রমোশন অনুষ্ঠানে গিয়ে অজয় দেবগনও একটি সংবাদ সংস্থাকে বলেন যে, তিনি এবং তার স্ত্রী সেলেব্রিটি এটা ঠিকই, তাই তাদের বিভিন্ন সময়ে সমালোচনার শিকারও হতে হয়। কিন্তু তাদের সন্তানদের কেন এভাবে চুলচেরা বিচারের মুখে পড়তে হবে বারবার? প্রশ্ন তুলেছিলেন অজয়।

দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করে কাজল বলেন, এ ধরনের পুরস্কার খুবই তৃপ্তিকর। যে কোনো পুরস্কারই আমাকে আনন্দ দেয়। আমি বিচারকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

কাজলকে শেষ বার দেখা গিয়েছে ‘হেলিকপ্টার ইলা' সিনেমায়। সেখানে তার সঙ্গে ছিলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। তবে সেই সিনেমাটি বক্স অফিসে খুব বেশি চলেনি। 

নিজের আগামী কাজ সম্পর্কে কাজল বলেন, আপাতত হাতে তেমন কোনো কাজ নেই। হয়তো দু’বছর ব্রেক নিতে পারি। তবে হ্যাঁ একটা পরিকল্পনা মাথায় আছে, সেটা হয়তো শীঘ্রই ঘোষণা করবো।