রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীলঙ্কায় হামলায় বেঁচে গেলেন এই অভিনেত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শ্রীলঙ্কার হামলায় অল্পের জন্য বেঁচে গেলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরতকুমার। হামলার সময় তিনি দেশটির সিনামন গ্র্যান্ড হোটেলে ছিলেন। হোটেল ছাড়ার কিছুক্ষণ পরেই ভয়াবহ বিস্ফোরণের খবর শুনতে পান অভিনেত্রী। 

দক্ষিণী চলচ্চিত্রের এই অভিনেত্রী টুইট করেন, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনা ঘটেছে। আমি কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেল থেকে বের হওয়ার পরই সেখানে এমন হামলা হয়। আমি এই ঘটনা বিশ্বাস করতে পারছি না। বিধাতা সবার সঙ্গেই আছেন।

 

অভিনেত্রীর টুইট

অভিনেত্রীর টুইট

অভিনেত্রীর টুইটারে এমন খবর প্রকাশের পরেই হাজার হাজার ভক্ত শেয়ার করেন। আশীর্বাদ ও শুভকামনা জানান অনেকেই। ১৪ লাখের বেশি অনুসারী রিটুইট ও টুইট শেয়ার করেছেন। 

রাধিকা শরতকুমার একাধারে অভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা। তিনি তামিল, তেলেগু, মালাইলাম, হিন্দি, কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা তিন শতাধিক। এছাড়া প্রযোজনা করেছেন বেশ কিছু সিনেমা। অভিনয়ের জন্য পেয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকগুলো পুরস্কার।