পিএসসি-জেএসসি’র ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা।
রাজশাহী: রাজশাহীতে ফল ঘোষণার পর বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। এ বোর্ডে পাশের হার ৯৪ দশমিক পাঁচ সাত শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন।
বরিশাল: ভালো ফল করায় বরিশালে উচ্ছ্বাসে মেতে উঠে কোমলমতি শিক্ষার্থীরা। চেষ্টা আর পরিশ্রমের পর ভালো ফল করায় অভিভাবকদের পাশাপাশি সন্তুষ্ট শিক্ষকরাও।