ইমন ঝড়ে উড়ে গেল পোলস্টার ক্লাব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
শিরোপা প্রত্যাশী নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতলো অনায়াসে। আগের ম্যাচে জয় পাওয়া পোলস্টার ক্লাব নিজেদের দলীয় শক্তি বাড়ায় এ ম্যাচে। বহিরাগত কোটায় দু’জনকেই নামায় তারা। কিন্তু তাদের খেলায় গত ম্যাচের ছিটেফোঁটাও দেখা মেলেনি। সম্ভবত বড় দলকে হারানোর আনন্দের ঘোর তারা কাটাতে পারেনি।
একদিন বিরতির পর ২৩ এপ্রিল মঙ্গলবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের গ্রাউন্ডে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীট কনসার্ণ গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অষ্টম দিনের খেলায় ৬ উইকেটে হারিয়েছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। সকালে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন পোলষ্টারের দলনায়ক। একাডেমির বোলাররা শুরুতেই চাপে ফেলে দেন পোলস্টারকে।
মিডল অর্ডারে আশরাফুল অনেকক্ষণ ক্রিজে থেকে দলকে একটা সম্মানজনক জায়গায় নিতে চেয়েছেন কিন্তু যোগ্য পার্টনারের অভাবে তা ব্যর্থ হয়। আশরাফুল ৩ বাউন্ডারির সাহায্যে ২৩ রানে ফিরে যান মোক্তার হোসেনের বলে ইসলাম রানার ক্যাচে। তাদের সেরা খেলোয়াড় প্রিন্সও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ রানে প্রিন্সও ফিরেছেন। নাদিমের বলে ইসলাম রানার তালুতে বন্দি হন। ওপেনার জয় আউট হন ২০ রানে। ক্রিকেট একাডেমির নাদিম ২৫ রানে ৩টি , সাজিদ ৯ রানে ২টি এবং শাকিব ২৬ রানে ২টি করে উইকেট পান। কাটায় কাটায় শতকের ঘরে পৌঁছায় পোলষ্টার ৩৩.৪ ওভারে। তাদের সব উইকেট তখন সাজঘরে।
লাঞ্চের আগেই এক ইনিংসের শেষে ১০ মিনিট বিরতি দিয়ে আবার খেলা শুরু করেন আম্পায়ারদ্বয় মুজাহিদ স্বপন ও আসাদুর রহমান। আগের দিন সেঞ্চুরি করা শাহজাহান এদিন ফিরে যান শূণ্য রানে। ইনিংসের প্রথম ওভারেই পোলষ্টারের রানা ২ উইকেট নিয়ে মাঠে উত্তেজনা বাড়িয়ে দেন। ৪৭ রানে ৩ উইকেট পড়ে গেলে পোলষ্টারের টেন্টে আনন্দের তুফান ছোটে। কিন্তু তাদের এ আনন্দ ক্ষণিক পরেই কর্পূরের মত উবে যায়। মাঠে তখন আমিনুল ইসলাম ইমন। একাই পোলষ্টারের বোলারদের তুলাধুনা করেছেন। ২৫ বলে ৪ ছক্কা আর ১১ বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান। ইসলাম রানা ১১ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। পোলষ্টারের রানা ৪০ রানে পান ২ উইকেট।