‘শনিবার বিকেল’ নিয়ে সোমবার রাশিয়ায় গেলেন তারা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৬ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। এই ছবিটি মু্ক্তির আগেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি। সেই ধারাবাহিকতায় এবার ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি। ছবিটির প্রদর্শনীতে উপস্থিত হতেই ফারুকী ও ছবির প্রধান দুই অভিনয় শিল্পী জাহিদ হাসান ও তিশা এখন রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন।
সোমবার সন্ধ্যায় মস্কোতে পৌঁছেছেন তারা। ওখানে গিয়ে মস্কো বিমানবন্দর থেকে ফেসবুকে জাহিদ হাসান ও তিশার ছবি পোস্ট করে ফারুকী জানিয়েছেন, মঙ্গলবারর এই চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারা। গেল ১৮ এপ্রিল শুরুহওয়া এই উৎসব চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এবার উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক।
জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রযোজিত এ ছবির চিত্রগ্রহণ করেছেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি দক্ষ দল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা ও ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরীসহ ফিলিস্তিনির বেশ কয়েকজন অভিনয় শিল্পী।