রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জব্বারের বলীখেলা’ চ্যানেল আইতে সরাসরি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

বৃটিশ আলম থেকে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া ‘জব্বারের বলীখেলা’। লাল দীগির ময়দানে গত ১১০তম এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ এপ্রিল। ঐতিহ্যবাহি এ খেলাটি ঐদিন বিকেল ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।  

এ বিষয়ে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই সবসময়ই দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে আছে। জব্বারের বলীখেলা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। সেই ধারাবাহিকতায় এবারও এর সঙ্গে থাকবে চ্যানেল আই।

দিনদিন জব্বারের বলীখেলা দেখার দর্শকসংখ্যা বাড়ছে। যার তুলনায় লালদিঘি ময়দান বেশ ছোট। তাই বলীখেলার স্থানের আয়তন বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন শাইখ সিরাজ।’ বলীখেলাকে ঘীরে তিন দিনব্যাপি একই স্থানে বসতে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলের যুবকদের সংগঠিত করতে এবং শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এ খেলার প্রচলন করেন। বর্তমানে এটি দেশের বড় লোকজ উৎসব।