সিকৃবিতে তৃতীয় চলচ্চিত্র উৎসব শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৭ এএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
মঙ্গলবার দুপুরে সিকৃবির বৈশাখী চত্বরে তিন দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, ভারতীয় নির্মাতা অর্ণব মিদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত, চলচ্চিত্র নির্মাতা স্বরুপ আনন্দ, সিকৃবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মিঠু চৌধুরী, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন সানজিদা পারভীন রিতু, সিকৃবি চলচ্চিত্র সংসদের সভাপতি মোনায়েম হোসেন, সহ-সভাপতি উত্তম কুমার, পল্লব তালুকদার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন প্রমুখ।
উদ্বোধন শেষে ‘চলচ্চিত্রে গল্প বলা’ শীর্ষক কর্মশালায় উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় অর্ণব মিদ্য পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘অন্দরকাহিনী’।
এবারের আসরে বিশ্বের ১১১টি দেশের ৩০৩৬টি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে বাছাই করা ৯৬ টি স্বল্পদৈর্ঘ্য ও চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ উৎসবে জুরি হিসেবে থাকছেন নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি।