ফোনে ‘ফেস আনলক’, ঘুমন্ত যুবকের লক্ষাধিক টাকা চুরি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

ঘুমন্ত অবস্থায় এক যুবকের ফোনের ফেস রেকগনিশন লক খুলে তাঁর ডিজিটাল ওয়ালেট থেকেই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে রুমমেটরা। সম্প্রতি চীনে এ ঘটনা ঘটেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট'র।
খবরে বলা হয়, চীনের নিংবো শহরের একটি রেস্তোরাঁতে কাজ করেন ওই যুবক। একদিন কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ফোন রাখা ছিল পাশেই। ফোনে ছিল ফেস রেকগনিশন লক সিস্টেম।
ওই যুবক যখন ঘুমিয়ে ছিলেন তখন মুখের দিকে ক্যামেরা তাক করে তাঁর রুমমেটরা খুলে ফেলে ফোনের লক। এরপর ‘উইচ্যাট’ অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলে প্রায় ১০ হাজার ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লক্ষ টাকার সমান।
পরের দিন ঘুম থেকে উঠে অ্যাকাউন্টের দশা দেখে পুলিশের সাহায্য নেন তিনি। শুরু হয় পুলিশি তদন্ত। ফাঁস হয় ওই যুবকের দুই রুমমেটের কীর্তি। এ ঘটনায় লিউ ও ইয়াং নামের ওই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।