সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

একমাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১১ লাখ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

শুধু মার্চ মাসেই সারাদেশে মোট ১১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এতে করে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৩১ লাখে পৌঁছেছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, মোবাইল ফোন ভিত্তিক ইন্টারনেট সংযোগ নেওয়া গ্রাহক সবচেয়ে বেশি। ৮ কোটি ৭৩ লাখ ব্যবহারকারী মোবাইল ফোন ভিত্তিক সংযোগ ব্যবহার করছে। অন্য ওয়াইম্যাক্স ব্যবহারকারীর সংখ্যা ৬১ হাজার এবং আইএসপি ও পিএসটিএন আওতায় রয়েছে ৫৭ লাখ ৩১ হাজার ব্যবহারকারী।

 

গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যবহার হঠাৎ করে নেমে যেতে দেখা যায়, তবে চলতি বছর জানুয়ারি মাস থেকে আবার উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় এবং তা অব্যাহত রয়েছে।