রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিনেতা সালেহ আহমেদ মারা গেছেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

অভিনেতা সালেহ আহমেদ মারা গেছেন। বুধবার বেলা ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। 

তার মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন সালেহ আহমেদ। প্রায় ৫ বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন তিনি। ৮৩ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

প্রায় আট বছর আগে ব্রেন স্ট্রোক করেছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত এ অভিনেতা। এরপর বেশ কিছুদিন চিকিৎসা নেন। খানিকটা সুস্থও হন। কিন্তু অভিনয় করা বন্ধ হয়ে যায় তার, কারণ তখন থেকে ঠিক মতো কথা বলতে পারেন না তিনি। স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। ফুসফুসে প্রদাহজনিত সমস্যা ও কিডনির সমস্যাসহ বেশ কিছু শারীরিক সমস্যা আঁকড়ে ধরে তাকে।

দীর্ঘ কয়েক বছর অর্থ সংকট, অবহেলা অনাদর ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। অসুস্থতায় দিন কেটেছিল তার। প্রায় বিনা চিকিৎসায় রাজধানীর উত্তরখানের বাসায় নীরবে নিভৃতে দিন পার করছিলেন।

সে সময় অভিনয় জগতের অনেকেই বিষয়টি জানতেন না। অসুস্থ অভিনেতা সালেহের খোঁজে তেমন কেউ এগিয়ে আসেননি। ২০১৬ সালের দিকে তার এ চলমান কষ্টের জর্জরিত জীবনের গল্প উঠে আসে গণমাধ্যমের পাতায়। এরপর থেকে সালেহের বিষয়টিতে টনক নড়ে বিনোদন জগতের অনেকের।

অসুস্থ সালেহের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল ১১ জানুয়ারি শুক্রবার প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য সালেহের পরিবার ও অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের হাতে তুলে দেন পঁচিশ লাখ টাকার সোনালি ব্যাংকের একটি সঞ্চয়পত্র।