শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

গালস ইন আইসিটি’ডে তে দেশের নারীদের সম্ভাবনাময় এ সেক্টরে এগিয়ে আসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

কেএম নাহিদ : তথ্য প্রযুক্তিখাতে নারীদের উৎসাহিত করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সারা দেশে পালিত হচ্ছে, ‘গালস ইন আইসিটি’ ডে। এই দিন উপলক্ষে ‘গেমইন শো’ প্রতিযোগিতার মতো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মাইক্রোসফট এর সাবেক কর্মকর্তা এবং উদ্যোক্তা সোনিয়া বোস কবির বৃহস্পতিবার বিবিসি সাথে সাক্ষাতকারে বলেন, আমাদের নারীদের তথ্যপ্রযুক্তি সেক্টরে আগ্রহীত করতে হবে। পরিবার থেকে তাদের এই সেক্টর সম্পর্কে উৎসাতি করতে হবে।

তিনি বলেন, মেয়েদের ছোটবেলা থেকেই সায়েন্স পড়তে আগ্রহী করতে হবে। আইটি বলতে অনেকে মনে করে কঠিন বিষয়। আমাদের মেয়েদের ভয়কে জয়করে প্রযুক্তিতে আগ্রহী করতে হবে। কর্মক্ষেত্রের নারীরা নতুন তথ্য প্রযুক্তি আবিষ্কারক না হলেও নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। দেশের নারী উদ্যোগক্তরা এখন ব্যবসার কাজে অ্যাপস ভিত্তিক ব্যবসায় আগ্রহী হচ্ছে। তাদের ব্যবসা বাড়াতে প্রযুক্তির প্রতি অনেকটা আগ্রহী। সরকারী এবং বেসরকারি উদ্যেগ জরুরী। বিপুল জনসংখ্যার এদেশের অর্ধেকই নারী, দ্রুত মোবাইলফোন ছড়িয়ে পড়ায় অ্যাপস ভিত্তিক ব্যবসায় নারীদের এগিয়ে আসার সম্ভাবনা আছে।