ফ্রিজের খরচে এসি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বাড়ছে তাপমাত্রা, বাড়ছে ঘাম আর অস্বস্তি। গরমে ঠিক মতো ঘুমানোও দায়। তবে যাদের বাসায় এসি রয়েছে, তাদের এ কষ্ট করতে হয় না।তারা আবার চিন্তা করেন বিদ্যুতের বিল নিয়ে। কারণ, যত এসি চলবে, ততই চড়চড় করে বাড়বে বিদ্যুতের বিল! তবে এসি চালাতে বিদ্যুতের বিল নিয়ে আর ভাবতে হবে না। কারণ, একটা ফ্রিজ চালাতে যতটা বিদ্যুৎ খরচ হয়, তাতেই এবার সারা রাত নিশ্চিন্তে ঘুমতে পারবেন।
ভারতে তৈরি হয়েছে এমন এক ধরনের এসি যা চালাতে প্রতি ঘণ্টায় মাত্র ৪০০ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। মধ্যবিত্তের কথা মাথায় রেখে এই এসি তৈরি করেছেন রবি পটেল নামে এক যুবক। রবি পটেলের এসি তৈরির প্রতিষ্ঠানের নাম ‘টুপিক’। টুপিকের এই এসি উচ্চতায় ৮ ইঞ্চি, দৈর্ঘ্যে ১১ ইঞ্চি আর প্রস্থে ১৮ ইঞ্চি। এটির ওজন মাত্র ১৩ কিলোগ্রাম।
রবি পটেলের দাবি, পাওয়ার কাট হলেও ইনভার্টারের সাহায্যে অনায়াসেই চালানো যাবে এই এসি।
রবি পটেলের তৈরি এই এসি দেখতে অনেকটা তাঁবু বা মশারির মতো। এটি এমন কৌশলে তৈরি করা হয়েছে যাতে গোটা ঘর নয়, শুধুমাত্র বিছানাটুকু চটপট ঠান্ডা হয়ে যাবে। এই এসি দেওয়াল না কাটিয়ে বা জানলার জায়গা দখল না করে ঘরের যে কোনও কোনায় বিছানার পাশে বসিয়ে নেওয়া যাবে। প্রয়োজন মতো এ ঘর থেকে ও ঘরে নিয়েও যাওয়া যাবে অনায়াসে। তাই এই এসি ইনস্টল করার জন্য কোনও টেকনিশিয়ান ডাকার প্রয়োজন নেই।