সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

হোয়াটসঅ্যাপে আসছে স্ক্রিনশট ব্লকিং

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

চ্যাটিংয়ের স্ক্রিনশট নেওয়ায় বাধা দিতে নতুন আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং নিয়েও পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অ্যাকসেস করতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে গ্রাহককে। ইতোমধ্যেই আইওএস সংস্করণে ফিচারটি যোগ করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু আইওএস ডিভাইসে প্রতিটি কথোপকথন আলাদাভাবে লক করা থাকে। ফলে বারবার ফিঙ্গার স্ক্যান করে চ্যাটিংয়ে ঢুকতে হয় গ্রাহককে। এবার পুরো অ্যাপটিই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানংয়ের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ

জানুয়ারিতে ওয়াবেটালইনফো জানায়, পুরো অ্যাপটিই সুরক্ষিত করা হবে, ফলে হোয়াটসঅ্যাপ চালু করতে গ্রাহককে তার পরিচয় শনাক্ত করতে হবে। এটি পুরো অ্যাপকেই সুরক্ষা দেবে, আলাদা আলাদা কথপোকথন লক করতে এটি ব্যবহার করা হবে না। এবার ধারণা করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং চালু করার মাধ্যমে স্ক্রিনশটও ব্লক করা হবে। নতুন এই ফিচারের বেটা সংস্করণের একটি ছবি দেখিয়েছে ওয়াবেটালইনফো। এতে বলা হয়েছে, ফিচারটি চালু করা থাকলে হোয়াটসঅ্যাপ খুলতে ফিঙ্গারপ্রিন্ট লাগবে এবং স্ক্রিনশট ব্লক করা থাকবে। মূল সংস্করণে এই ফিচারগুলো আনা হবে কিনা তা নিশ্চিত করে বলা হয়নি।