বই দিবসের ছড়া | আলেক্স আলীম
নিউজ ডেস্ক :
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

সারাটাদিন মোবাইল কেনো
বইটা নিও হাতে।
চারিদিকে আঁধার কালো
থেকো আলোর সাথে।
বই তোমাকে আলো দেবে
বই দেখাবে পথও।
স্বপ্ন নিয়ে জাগো সবাই
সভ্যতাতে ক্ষত!
অন্ধকারে পথ হারালে
বই জোগাবে দিশা।
তুড়ি মেরে উড়িয়ে দেবে
নামলে অমানিশা।