শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জে ৫দিনে ৭ ধর্ষ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ শহরটি ধীরে ধীরে ধর্ষণের নগরীতে পরিণত হচ্ছে। ধর্ষণ ও গণধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা মহামারি আকারে বেড়ে চলেছে। ৫ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৭টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে।
১৯ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৪ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবির কান্দী গ্রামে এই ঘটনা ঘটে। ১৬ এপ্রিল ঘটনাটি ঘটলেও ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
১৮ এপ্রিল বন্দরে বিধবা নারীকে বিয়ে ও ওরসজাত সন্তানকে গ্রহণ করার প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৭ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বন্দরের ২ ডিশ ব্যাবসায়ী বশিরউদ্দিন ওরফে ডিশ বশির ও জামান ওরফে ডিশ জামানের বিরুদ্ধে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে ভুক্তভোগী বিধবা নারী।
১৭ এপ্রিল আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মাধবপাশাস্থ টিপু মিয়ার ফাঁকা বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপরে ধর্ষিতা প্রতিবন্ধীর মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
১৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাহমুদপুরে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামী আল আমিন (১৭) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। বুধবার () সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালতে এই জবানবন্দী রেকর্ড করা হয়। মামলার আসামী আল আমিন নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করে বলে নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর হাবিবুর রহমান। ১৫ এপ্রিল রাতে এই গণধর্ষণের রাতেই ধর্ষককে গ্রেফতার করা হয়।
১৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার সন্ত্রাসী ও মাদক বিক্রেতা কামাল মৃধা ওরফে কানা কামালকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, সীমা আক্তার পারিবারিক কাজের জন্য ১০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে ১০ হাজার টাকা ধার নেয় কামাল মৃধার কাছ থেকে। সে টাকা পরিশোধ করার পরও স্ট্যাম্প ফেরত দেয়নি। আরো টাকার ভয় দেখিয়ে কু প্রস্তাব দিত। গত ১৬ এপ্রিল রাতে সীমার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে।
১৪ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার রূপসীর বৈশাখী মেলা শেষে বাড়ীতে ফেরার পথে এক গার্মেন্টকর্মী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তার সঙ্গে থাকা তার বান্ধবী (১৩) দৌড়ে পালিয়ে পাশ্ববর্তী মসজিদে ঢুকে নিজেকে রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন ধর্ষককে আটক করেছে। তবে এ ঘটনা ১৫ এপ্রিল প্রকাশ্যে উঠে আসে।
১৪ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার প্রভাকরদী এলাকায় এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার এস আই ফায়জুর রহমান জানান, তোতা মিয়ার ছেলে বখাটে লিটন ১৪ বছরের শিশুকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী একটি গরুর পরিত্যাক্ত খামারে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী মহল মিমাংসা করার চেষ্টা করে। চেষ্ট ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষক লিটনকে গ্রেফতার করে।
সংশ্লিষ্টরা বলছেন, যথেষ্ঠ পরিমান সচেতনতা ও সদিচ্ছার অভাবে ধর্ষণের মত ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। সমাজ ব্যবস্থা যদি এরুপ ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে থাকে তবে এসব ঘটনা একেবারে কমে যাবে। তাছাড়া পুলিশ প্রশাসনও এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছেনা। যেকারণে প্রভাবশালীদের ছত্রছায়ায় ধর্ষকরা এরুপ ঘটনার জন্ম দিয়েও পার পেয়ে একাধিক ঘটনা ঘটাতে প্রশ্রয় পাচ্ছে।