রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বলিউডে ২০১৯ সালে চমক থাকছে একাধিক (পর্ব -১)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

চলতি বছর দর্শকদের বলিউড সিনেমা নিয়ে আশা-আকাঙ্ক্ষা আকাশচুম্বী। কারণ এর আগের বছরটা ছিল তাদের অন্যতম সফল বছর। তারই ধারাবাহিকতায় এই বছরটিতে দর্শক মুখিয়ে আছে ভালো কিছুর স্বাদ নেবার। তাদের প্রত্যাশা চলতি বছর ২০১৯ সালে বলিউডে বড় একটি ধামাকা হবে। 

তবে দর্শক এই প্রত্যাশা করা খুব স্বাভাবিক। কারণ এই বছর বলিউডে এমন কিছু ছবি অপেক্ষা করছে, যেগুলোতে চমকের শেষ নেই। চলুন দেখে নেয়া যাক, কোন কোন সিনেমা রয়েছে সে তালিকায়।

উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক: এই ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, মোহিত রানা। পরিচালনা করেছেন আদিত্য ধর। এটি মুক্তি পায় চলতি বছরের ১১ জানুয়ারি ২০১৯।

গল্পে দেখানো হয়েছে, এই ছবিটি মূলত ২০১৬-এর উরি অ্যাটাককে কেন্দ্র করেই বানানো হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধভিত্তিক গল্প, আর সেখানে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইক এরই মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি যারা দেখেননি এখনো, দেখে নিতে পারেন।

হোয়াই চিট ইন্ডিয়া: এই ছবিতে অভিনয় করেছেন সকলের প্রিয় তারকা ইমরান হাশমি, শ্রেয়া ধন্বন্তরী। আর পরিচালনা করেছেন সৌমিক সেন। এটি মুক্তি পায় ১৮ জানুয়ারি ২০১৯-এ। 

এর গল্পে এগিয়েছে ভারতের শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। ছবিতে দেখানো হয়েছে, শিক্ষার মত পবিত্র জিনিসকে মানুষ ব্যবসা বানিয়ে ফেলেছে। মূলত এটাই ছবির মূল উপজীব্য বিষয়।

সুপার ৩০: এই ছবির মূল নায়ক জনপ্রিয় বলিউড তারকা হৃত্বিক রোশান (আনন্দ কুমার)। ছবিটি পরিচালনা করেছেন ভিকাস ব্যাল। এর মুক্তির সময় ২৬ জুলাই ২০১৯।

এই ছবিটি মূলত ‘সুপার ৩০’ গনিতবিদ আনন্দ কুমারের বায়োপিক। তিনি জাতীয় পুরষ্কার বিজয়ী একজন শিক্ষক। ‘সুপার ৩০’ নামক শিক্ষা ব্যবস্থার জন্য তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। তাই এই ছবিতে দেখানো হয়েছে।

মনিকর্ণিকা: এই ছবিটিতে অভিনয় করেছেন, কঙ্গনা রনৌত (লক্ষী বাঈ), অঙ্কিতা লোখান্ডে (ঝালকারি বাঈ), ড্যানি ডেঞ্জংপা (গিয়াসুদ্দিন), জিশান আইয়ুব, যীশু সেনগুপ্ত (গঙ্গাধর)। আর ছবিটি পরিচালনা করেছেন যথাক্রমে, কৃষ ও কঙ্গনা রনৌত।

এর গল্প এগিয়েছে কল্পনাকে ঘিরে। যিনি জরুরি অবস্থায় কাশ্মীরের রানী হন। উনার রানী হওয়ার পর দেশে কিছু সমস্যা দেখা দেয়। ইংরেজরা উনার রাজ্য ছিনিয়ে নেওয়ার ফন্দি আটে। এরপর হয় যুদ্ধ। দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে লক্ষী যুদ্ধ নেমে পড়েন। এরপর তিনি কী জিতেন না হারেন, তা দেখানো হয়েছে ছবিটিতে।

তবে এই ছবির কিছু অংশ পরিচালনা করে সরে দাঁড়ান কৃষ। গুঞ্জন আছে এই সময় কঙ্গনার সঙ্গে গণ্ডগোল বাঁধে তার। বাকিটা সময় কৃষকে ছাড়া নিজেই পরিচালনা করেন কঙ্গনা। এর বাদে সনু সুদও মাঝপথে সিনেমা ছেড়ে দেন, যোগ হন জিশান আইয়ুব। গুঞ্জন আছে, পুরো চরিত্রে শুধু নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন কাঙ্গানা। তাই এরা সরে দাঁড়িয়েছিলেন ছবি থেকে। 

এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা: এই সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউড সুন্দরী সোনাম কাপুর। এছাড়াও ছিলেন, অনীল কাপুর, জুহি চাওলা, রাজকুমার রাও। পরিচালনা করেছেন শেলী চোপড়া ধর। ছবিটি মুক্তি পায় ১ ফেব্রুয়ারি ২০১৯-এ।

এর গল্পে দেখানো হয়েছে, সুইটি (সোনাম) একজন সহজ-সরল মেয়ে। আর তার প্রেমে পড়ে একজন স্টেজ শো রাইটার(রাজকুমার রাও), কিন্তু সে তার সামনে সে কথা কোনদিন বলতে পারে না। একদিন ওদের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর সুইটি ওই ছেলেকে ওর কয়েকটা সিক্রেট জানায়। আর ঐ সিক্রেট ওর ঘরের কেউই জানে না। অবশেষে যখন, তার বাবা-মা সেটা জানতে পারে তখন তারা ক্ষেপে উঠেন। এভাবে এগিয়ে যায় ছবিটির কাহিনী। 

গাল্লি বয়: এই ছবিটিতে অভিনয় করেছেন, রণবীর সিং (নাভেদ শেখ), আলিয়া ভাট, কালকি কোয়েখলাইন, ভিজয় রাজ। এর গাল্লি বয় পরিচালনা করেছেন জয়া আখতার। ছবিটি মুক্তি পায় ১৪ ফেব্রুয়ারি ২০১৯-এ। 

ভারতের জনপ্রিয় র‍্যাপার ‘ডিভাইন’ এবং ‘নেঈজি’র জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত হয়েছে। এই ছবিতে দেখানো হয়েছে, একজন বস্তির ছেলের জনপ্রিয় হয়ে উঠার নেপথ্যে কাহিনী। ওর স্ট্রাগল। একজন সত্যিকারের আন্ডারগ্রাউন্ড হিপহপ আর্টিস্টের গল্প।

আমাদের পর্ব এক সাজানো হয়েছে উপরোক্ত ছবিগুলোকে নিয়ে। পর্ব দুই-এ থাকছে আরো বিস্তারিত। যারা পর্ব ১-এ লিপিবদ্ধ ছবিগুলো সম্পর্কে জেনেছেন, তারা অবশ্যই পর্ব দুই-এ কী কী থাকছে দেখে নিবেন। আর পুরো সময়টা ডেইলি বাংলাদেশের সঙ্গে থাকুন।