রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বলিউডে ২০১৯ সালে চমক থাকছে একাধিক (পর্ব-২)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

এই পর্বে রয়েছে বলিউডের আরো কিছু সিনেমার গল্প যেগুলো মুক্তি পাবে চলতি বছর। চলুন দেখা যাক পর্ব-২ তে কোন কোন সিনেমা রয়েছে-

টোটাল ধামাল: এই ছবিটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, অনিল কাপুর, সঞ্জয় মিশ্রা, মাধুরী দিক্ষীত। ছবিটি পরিচালনা করেছেন ইন্দর কুমার।

সন্দ্বীপ ওউর পিঙ্কি ফারার: এই ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে অর্জুন কাপুরকে আর নায়িকা পরিণীতি চোপড়া। ছবিটি পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি। এটি মুক্তি পায় ১ মার্চ, ২০১৯।

লুক্কা ছুপ্পি: এই ছবির নায়ক কার্তিক আরিয়ান, নায়িকা কৃতি শ্যানন। এছাড়াও থাকছে অপরশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী। এই ছবিটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকার। ছবিটি মুক্তি পায় ১ মার্চ ২০১৯।

এর গল্পে দেখানো হয়েছে, মাথুরা’র একজন টিভি রিপোর্টার (কার্তিক) এর সঙ্গে একজন স্বেচ্ছাচারী মেয়ের প্রেমের গল্প। মোটামুটি রোম্যান্টিক ঘরনার ছবি এটি।

কেসারি: এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া। আর ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। কেসারি মুক্তি পায় ২১ মার্চ ২০১৯-এ।

কেসারির গল্প, সারাগ্রাহি যুদ্ধের উপর নির্মিত সিনেমা এটি। ২১ জন শিখের সঙ্গে ১০০০০ আফগানের যুদ্ধ হয় এখানে।

রোমিও আকবর ওয়াল্টার: এই ছবির নায়ক হচ্ছেন জন আব্রাহাম, মৌনি রয়, সিকান্দার খের, জ্যাকি শ্রফ। ছবিটি পরিচালনা করেছেন অজয় কাপুর।

গল্পে দেখানো হয়েছে, ১৯৭০ সালে সেটে নির্মিত এই মুভি একটা স্পাই-থ্রিলার ঘরানার ফিল্ম। জন আব্রাহাম ছদ্মবেশী হয়ে পাকিস্তানিদের থেকে তথ্য নিয়ে নিজের দেশের জন্য লড়াই করবেন। রাজি’র সঙ্গে খানিকটা সিনেমার গল্পের মিল থাকতে পারে।

মেন্টাল হ্যায় ক্যায়া এই ছবির মূল চরিত্রে থাকবেন কঙ্গনা রনৌত, রাজকুমার রাও, জিমি শেরগিল, আমায়রা দাস্তুর, সতিশ কৌশিক। ছবিটি পরিচালনা করেছেন প্রকাশ কোভেলামুদি। এই সিনেমার মূল আকর্ষণ ‘বারদাশত নেহি কার সাকতা’ গানটি। এটা অক্ষয় খান্নার ‘হামরাজ’ মুভির ‘বারদাশত’ গানের রিমেক। রিক্রিয়েটেড ভার্সন গেয়েছেন অমিত মিশ্রা, জনিতা গান্ধী এবং রাজা কুমারি। কম্পোজ করেছেন তানিষ্ক বাগচি। গেলো ২৯ মার্চ মুক্তি পায় ছবিটি।

দ্য জয়া ফ্যাক্টর: এই ছবির মূল আর্টিস্ট দুলকার সালমান, সোনাম কাপুর (জয়া সোলানকি), আঙ্গাদ বেদি। গল্প এগিয়েছে, জয়া সোলানকি নামের একজন মেয়ে ঘটনাবশত ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করে। এরপর দলটার সঙ্গে সে যুক্ত হয়ে পড়ে। এবং দলের ‘লাকি চার্ম’ হয়ে যায় মেয়েটা। এর কারণে ওই মেয়ের প্রতি ঘৃণা শুরু হয় জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের। কারণ, ম্যাচ সে কষ্ট করে জেতায়। আর টিম ম্যানেজমেন্ট ফুল ক্রেডিট ওই মেয়েকে দেয় কারণ সে তাদের ‘লাকি-চার্ম’। এভাবে এগিয়ে যায় ছবির কাহিনী।

জাঙলি: এই ছবির নায়ক বিদ্যুৎ জামওয়াল, অতুল কুলকার্নি, মাক্রান্দ দেশপান্ডে। ছবিটির পরিচালক চাক রাসেল। এটি মুক্তি পায় ৫ এপ্রিল ২০১৯।

এর গল্পে দেখা গেছে, একজন জন্তুপ্রেমী মানুষের চরিত্রে আছেন বিদ্যুৎ। সে তার বাবার হাতি সংচিতি কেন্দ্রের হাতিগুলোকে অনেক ভালোবাসেন। আর হাতিগুলো পাচার করতে চায় এক বিদেশি প্রভাবশালী ব্যাবসায়ী। আর সেগুলোকে বাচাঁতে ঐ প্রভাবশালী ব্যাবসায়ীর বিপক্ষে লড়াইয়ে নামে বিদ্যুৎ। এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে মাক্রান্দ দেশপান্ডেকে। এছাড়া মুভিতে অতুল কুলকার্নিকেও দেখা যাবে।

কলঙ্ক: এই আলোচিত ছবির নায়ক বরুণ ধাওয়ান (রাম), আদিত্য রয় কাপুর (কার্তিক আভাস্তি), সোনাক্ষী সিনহা (রুপালী আভাস্তি), আলিয়া ভাট (নুসরাত বিবি), সঞ্জয় দত্ত (নুসরাতের বাবা), মাধুরী দিক্ষীত (ইশমাত), কুনাল খেমু (লক্ষণ), হিতেন তেজওয়ানি (আহমেদ), কৃতি শ্যানন (স্পেশাল সং), কিয়ারা আদ্ভানি (আইটেম সং)। কলঙ্ক পরিচালনা করেছেন অভিষেক বর্মণ। এটি মুক্তি পায় গেলো সপ্তাহে অর্থাৎ ১৯ এপ্রিল ২০১৯-এ।

কলঙ্কের ইতিহাস, যশ জোহারের বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট ‘কলঙ্ক’। ২০ বছর আগে সিনেমাটির গল্প লিখেছিলেন করণ জোহার। ভারত স্বাধীন হওয়ার পুর্বের প্লট নিয়ে লিখেছিলেন স্টোরিটা। যেখানে, মুভিতে অজয় দেবগন, শাহরুখ খান, রানী মুখার্জি এবং কাজলকে কেন্দ্রীয় চরিত্রে রাখার কথা ছিল। করণ জোহার তার আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’-এই কথা স্পষ্ট বলেছিলেন। কিন্তু পরে অভিনেতারা পাল্টে যায়।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২: এই ছবির এবারের নায়ক টাইগার শ্রফ, অনন্যা পান্ডে, তারা সুতারিয়া, আদিত্য সীল, হার্ষ বেনিওয়াল, উইল স্মিথ (স্পেশাল এপিয়ারেন্স)। এটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। অর্থাৎ ৮ মে ২০১৯-এ।

জাবাড়িয়া জোড়ির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা(অভয় সিং), নায়িকা পরিনীতি চোপড়া (বাবলি যাদব), জাভেদ জাফেরি (অভয়ের বাবা), সঞ্জয় মিশ্রা (বাবলির বাবা), অপরশক্তি খুরানা (বালজিত)। ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত সিং। এটি মুক্তি পাবে ১৭ মে ২০১৯। এই সিনেমাটি বিহারের ‘বর অপহরণ’ প্রথাকে কেন্দ্র করেই নির্মিত। যৌতুকের হার কমানোর জন্য বিহারে এই প্রথা প্রচলিত ছিল।

আমাদের পর্ব দুই সাজানো হয়েছে উপরোক্ত ছবিগুলোকে নিয়ে। পর্ব তিন বা শেষ পর্বে থাকছে পুরো বিস্তারিত। যারা পর্ব-১ ছবিগুলো সম্পর্কে জেনেছেন, তারা অবশ্যই পর্ব দুই-এ কী কী ছিল তাও দেখেছেন। তবে আর দেরী নয়, পর্ব তিন বা শেষ পর্বে পুরো বিস্তারিত ছবিগুলোর আলোচনা থাকছে। শেষ পর্ব ক্লিক করে পুরো বিষয়টি জেনে নিন আর ডেইলি বাংলাদেশের সঙ্গে থাকুন।