বলিউডে ২০১৯ সালে চমক থাকছে একাধিক (শেষ পর্ব)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৪ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড: নায়ক অর্জুন কাপুর। পরিচালক: রাজকুমার গুপ্তা। মুক্তি পাবে ২৪ মে ২০১৯
গল্পে দেখা যাবে, রাজকুমার গুপ্তা’র সর্বশেষ সিনেমা ‘রেইড’-এর মত এই মুভিও ভারতের অকথিত নায়কদের নিয়ে। অর্জুন কাপুর একজন ইন্টেলিজেন্স অফিসার। আর নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য অর্জুন আইনের বিরুদ্ধে যায়।
ভারত: এই বছরের আলোচিত ছবি ভারত। এই সিনেমায় অভিনয় করেছেন সালমান খান (ভারত), ক্যাটরিনা কাইফ (আলিয়াহ), দিশা পাটনি (রাধা), তাবু (স্মৃতি), জ্যাকি শ্রফ (মহাভারত), নোরা ফাতেহি (সোফিয়া), আসিফ শেখ (দেভ ভাই), সুনীল গ্রোভার (গৌথি), ভরুন ধাওয়ান (স্পেশাল এপিয়ারেন্স)। ভারত ছবির পরিচালক আলী আব্বাস জাফর। এই ছবিটি মুক্তি পাবে ৫ জুন ২০১৯।
ভারত ছবির গল্প, এটা কোরিয়ান মাস্টারপিস ‘ওড টু মাই ফাদার’ এর হিন্দি রিমেক। ভারতের প্রেক্ষাপটে ‘ওড টু মাই ফাদার’কে প্রেজেন্ট করবেন আলী। তাছাড়াও স্ক্রিপ্টে আরো কয়েকটা চেঞ্জ এনেছেন পরিচালক।
কবির সিং: এই ছবির নায়ক শহীদ কাপুর (কবির সিং), কিয়ারা আদভানি (প্রীতি)। পরিচালক: সন্দ্বীপ ভাঙা। মুক্তি ২১ জুন ২০১৯। তেলেগু ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক কবির সিং। এমন এক ছেলের গল্প যে অতি শীঘ্রই রেগে যায়। এবং প্রেমিকাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়ে। শুনতে অনেকটা কমন স্টোরি লাগলেও প্রকৃতপক্ষে এটা অনেক ইন্টেন্স একটা ফিল্ম।
গুড নিউজ: অভিনয়ে অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিত দোসাঞ্জ, কিয়ারা আদভানি। পরিচালক: রাজ মেহতা। মুক্তি: ১৯ জুলাই ২০১৯। গল্পে দেখা যাবে, ফ্যামিলি কমেডি ড্রামার এই মুভিটার স্টোরি এমন দুই দম্পতিদের নিয়ে যারা কোনো এক কারণবশত ‘বাবা-মা’ হতে পারছে না।
মিশন মঙ্গল: অভিনয়ে অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু (রিতিকা আগারওয়াল), নিত্যা মেনন, কীর্তি কুলহারি, সোনাক্ষী সিনহা। পরিচালনায় জগন শক্তি। মুক্তি: ১৫ অগাস্ট, ২০১৯। গল্প, সত্য ঘটনার উপর নির্মিত এই মুভি। আইএসআরও’র ‘মঙ্গল মিশন’-কে কেন্দ্র করে। স্টোরি নিয়ে তেমন একটা তথ্য জানা যায়নি এখনো।
বাটলা হাউজ: নায়ক জন আব্রাহাম (সঞ্জীব কুমার) ও নোরা ফাতেহি। পরিচালনা: নিখিল আদভানি। মুক্তি ১৫ আগস্ট ২০১৯। গল্পে দেখা যাবে, ২০০৮ এ দিল্লীর ‘বাটলা হাউজ’-এ হওয়া এনকাউন্টারকে কেন্দ্র করেই এই সিনেমাটি এগিয়েছে।
তানাজি: অভিনয়ে অজয় দেভগন (তানাজি), কাজল, সাইফ আলী খান। পরিচালনা: ওম রাওত। এটা মুলত মহারাষ্ট্রীয় কোলি বাহিনীর নেতা তানাজি মালুসারে’র বায়োপিক।
হৃতিক ভার্সেস টাইগার: টাইগার শ্রফ, হৃতিক রোশান, ভানি কাপুর। পরিচালনা: সিদ্ধার্থ আনন্দ। মুক্তি: ২ অক্টোবর ২০১৯
মারজাওয়া: সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিং, তারা সুতারিয়া। পরিচালনা: মিলাপ জাভেরি। মুক্তি: ২ অক্টোবর ২০১৯
হাউজফুল ৪: অক্ষয় কুমার, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, কৃতি খারবান্দা, ববি দেওল, পুজা হেগড়ে, রানা দুগ্গাবতি। পরিচালনা: সাজিদ খান, ফরহাদ-সাজিদ।
এবিসিডি ৪: বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি। পরিচালনা: রেমো ডি’সুজা। গল্পে, একটা ওয়ার্ল্ড ড্যান্স কম্পিটিশন হয়। আর ওটাতে অংশ নেয় ভারত এবং পাকিস্তান দুইদলই। এরপর ওখান থেকে বরুণ আর শ্রদ্ধার লাভ স্টোরি।
পানিপথ: অর্জুন কাপুর, কৃতি শ্যানন, সঞ্জয় দত্ত, রেখা, মানিষ ব্যাল। পরিচালনা: আশুতোষ গোওয়ারিকার। তৃতীয় পানিপথ যুদ্ধ নিয়েই এই ছবিটি। যা মারাঠা বাহিনী এবং আফগানদের রাজা আহমদ শাহ এর মধ্যে হয়েছিল। ‘রক্তাক্ত প্রান্তর’-এর হিন্দি অ্যাডাপটেশনের মত সিনেমা।
ব্রহ্মাস্ত্র: রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রয়, অমিতাভ বচ্চন। পরিচালনা: অয়ন মুখার্জী। মুক্তি: বড়দিন, ২০১৯। গল্প, সুপার হিরো ঘরানার ফ্যান্টাসি লাভ স্টোরি। প্রথমবারের মত পর্দায় সুপার হিরো হবেন রণবীর। বাস্তবের প্রেমিকা আলিয়ার সঙ্গে জুটি গড়ে এটাই তার প্রথম সিনেমা।
গুঞ্জন সাক্সেনা বায়োপিক: জাহ্নভি কাপুর (গুঞ্জন সাক্সেনা), আঙ্গাদ বেদি। ভারতীয় এয়ারফোর্সের প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনা’র বায়োপিক এটি।
ছাপাক: দীপিকা পাড়ুকোন (লক্ষ্মী আগারওয়াল), ভিক্রান্ত ম্যাসি (আলোক)। পরিচালনা: মেঘনা গুলজার। এসিড ভিক্টিম লক্ষ্মী আগারওয়ালের বায়োপিক এটি। ১৫ বছর বয়সে যিনি এসিড দগ্ধ হন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি মিশেল ওবামা’র কাছ থেকে ‘ইন্টারন্যাশনাল উম্যান অব কারেজ’ পুরষ্কার পান। এছাড়া তিনি এনডিটিভি’র ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’ও নির্বাচিত হয়েছিলেন।
মার্দ কো দার্দ নেহি হোতা: অভিমন্যু দাসানি, গুলশান দেভাইয়াহ, রাধিকা মাদান। পরিচালক: ভাসান বালা। স্টোরিলাইন: অ্যাকশন কমেডি জনরার ফিল্ম। আমেরিকান ওয়েবসাইট ‘ব্লাডি ডাসগাস্টিং’-এর রাফায়েল মাতমেয়র এই মুভি নিয়ে বলেছেন, ‘এটা দিয়ে ডেডপুলের জবাব দিলো ভারত।’ টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ ও ‘মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড’ পেয়েছে এই মুভি। এছাড়া ‘ম্যাকাও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস’ এ অভিমন্যু দাসানিকে সেরা নবাগত’র পুরস্কার দেওয়া হয়।
দ্য স্কাই ইজ পিংক: জায়রা ওয়াসিম (আয়শা), প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত সারাফ। পরিচালনা: সোনালী বোস। গল্প, মোটিভেশনাল স্পিকার আয়শা চৌধুরী’র বায়োপিক এটি। তার ছয় মাস বয়সেই এক ধরনের ইমিউন ডেফিসিয়েন্সি ধরা পড়েছিল। ওটার জন্য তাকে তার একটা অস্থিমজ্জা ট্রান্সপ্লান্ট করতে হয়েছিল। আর ওটার সাইড ইফেক্ট হিসেবে তার শরীরে ‘পালমোনারি ফাইব্রোসিস’ ধরা পড়ে। তারপরও সে হার মানেনি।
ছিচোরে: সুশান্ত সিং রাজপুত (অনিরুধ), শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা (সাক্সা), প্রতীক বাব্বার। পরিচালনা: নিতেশ তিওয়ারি। গল্প, মুম্বাই আইআইটি’র একজন ছাত্রের কাহিনীর উপর নির্মিত এক ক্যাম্পাস ড্রামা ফিল্ম।
মেড ইন চায়না: রাজকুমার রাও (রঘু), মৌনি রয়( রুক্মিনি), সুমিত ভ্যাস, বোমান ইরানি। পরিচালনা: নিখিল মুসালে। মুক্তি: ৩০ আগস্ট, ২০১৯। গল্প, রঘু মহারাষ্ট্রের একজন ছোটখাটো ব্যবসায়ী। কিন্তু, সে অনেক প্রতিভাবান। সেখান থেকে সে হয়ে উঠকে একজন সফল ব্যবসায়ী।
সুরিয়াভানশি: নায়ক অক্ষয় কুমার। পরিচালনা: রোহিত শেঠি। মুক্তি এই বছরের শেষে ডিসেম্বর ১৯, ২০১৯।
দাবাং ৩: উল্লেখযোগ্য এই ছবির নায়কও ভাইজান সালমান খান, সোনাক্ষী সিনহা। পরিচালনা: প্রভু দেবা। মুক্তি এই বছরের শেষের দিকে সম্ভবত ডিসেম্বরে। গল্প, নয়ডা’র একজন পুলিশের বাস্তব ঘটনা থেকে মুভিটা আবর্তিত হচ্ছে বলে শোনা হচ্ছে।
পাঙ্গা: কঙ্গনা রনৌত, জ্যাসি গিল, নীনা গুপ্তা। পরিচালনা: অশ্বিনী আইয়ার তিওয়ারি। গল্প, একজন কাবাডি খেলোয়াড়ের গল্প নিয়ে সিনেমা। তিনি একসময়ে কাবাড্ডি থেকে সরে আসেন। পরে পরিবার এবং স্বামীর সহায়তায় আবার শুরু করেন। এবং সফলতা পান।
ড্রাইভ: সুশান্ত সিং রাজপুত, জ্যাকুলিন ফার্নান্দেজ, পংকজ ত্রিপাঠী, বোমান ইরানি। পরিচালনা: তরুণ মানসুখানি। মুক্তি: ২৮ জুন, ২০১৯। গল্প, হলিউড সিনেমা ‘দ্য ড্রাইভ’-এর হিন্দি রিমেক।
কিজি ওউর ম্যানি: সুশান্ত সিং রাজপুত, সাঞ্জনা সাঙহি, সাইফ আলী খান। পরিচালনা: মুকেশ ছাবড়া। জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ এর হিন্দি অ্যাডাপটেশন এটি। মুভিতে দু’জন কমবয়সী ক্যান্সার রোগীর ভালোবাসা দেখানো হবে।
পিএম নরেন্দ্র মোদি: নায়ক বিবেক ওবেরয়। পরিচালনা: ওমাঙ কুমার। গল্প, একজন চা বিক্রেতার দেশনেতা হয়ে উঠার। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক এটি।
নোটবুক: জহির ইকবাল, প্রনতুন ব্যাল। পরিচালনা: নিতিন কাক্কার। গল্প, রোমান্টিক ড্রামা জনরার এই ফিল্মকে নিকোলাস স্পার্কস এর উপন্যাস ‘নোটবুক’-এর অ্যাডাপটেশন ধরা হচ্ছিল। কিন্তু, আপাতত অফিশিয়ালি কিছুই বলা হয়নি এ ব্যাপারে।
বালা: আয়ুষ্মান খুড়ানা, ভুমি পেড়নেকার। পরিচালনা: অমর কৌশিক। মুক্তি সেপ্টেম্বর ২০১৯। একজন অল্পবয়সী টাক মাথাওয়ালা ছেলে এবং একজন কালো বর্ণের মেয়ের স্টোরি। এই সমস্যাগুলোতে প্রতিকার পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে।
বাদলা: এই ছবিটির মূল চরিত্রে তামিল নায়িকা তাপসী পান্নু ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ। আর ছবিটি মুক্তি পায় ৮ মার্চ, ২০১৯। এই ছবির গল্প আবর্তিত হয়েছে, স্প্যানিশ মাস্টারপিস ‘দ্য ইনভিসিবল গেস্ট’-এর হিন্দি রিমেকের আলোকে। যেখানে বেশ দুর্দান্ত অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর এই ছবিটিতে তাপসীর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে।