রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেলেদের জীবনের গল্পে রাইসুল ইসলাম আসাদের ‘দাদন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

গুনী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ চলচ্চিত্রে অভিনয় করে এখন পর্যন্ত ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘লালসালু’, ‘দুখাই’, ‘ঘানি’ ও ‘মৃত্তিকামায়া’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ সম্মাননা লাভ করেন। বর্তমানে এই অভিনেতাকে খুব একটা অভিনয় করতে দেখা মেলে না। বছরে দু-একটি ভালো গল্প, চরিত্র হলেই ক্যামেরা সামনে দাড়ান তিনি। 

তেমনি একটি টেলিফিল্ম ‘দাদন’। জেলেদের জীবনের গল্পে নির্মিত এই টেলিফিল্মে অভিনয় করেছেন এই গুনী অভিনেতা। আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে  এই টেলিফিল্মটি। 

রিয়াদ আশরাফের রচনায় এই টেলিফিল্মটি নির্মাণ করেছেন স্বাধীন ফুয়াদ। নির্মাতা বলেন, জেলেদের জীবনের টানাপড়েন আর দাদনের নির্মমতার জালের গল্প নিয়ে নির্মিত হয়েচে ‘দাদন’। টেলিফিল্মটির দৃশ্যায়ন করা হয়েছে ভোলার চরফ্যাশনে। সচরাচর টিভি নাটকের চাইতে আলাদা কিছু দর্শকদের জন্য অপেক্ষা করছে। 

রাইসুল ইসলাম আসাদ ছাড়াও ‘দাদন’-এ আরো এতে আরো অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, ইশানা, রিয়াদ আশরাফ, বরদা মিঠু, ডা. মোস্তাফিজ ও বাদল কৃষ্ণ দেবনাথসহ অনেকে। 

এদিকে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের ১২৩ নং কক্ষে ‘অভিনয় জীবন : ভুল করতে করতে শেখা, আবার নতুন ভুল করা’ বিষয়ে বক্তৃতা দেবেন রাইসুল ইসলাম আসাদ। চলচ্চিত্রবিষয়ক গবেষণা পত্রিকা ম্যাজিক লণ্ঠন ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৮’ শিরোনামে এই বক্তৃতার আয়োজন করেছে।

রাইসুল ইসলাম আসাদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদ পরিচালিত এই ছবিতে আরো সুবর্ণা মুস্তাফা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন সহ আরো অনেকে।

দেশ স্বাধীনের পরপরই ১৯৭২ সালে মঞ্চে ও টেলিভিশনে রাইসুল ইসলাম আসাদের অভিনয়ে যাত্রা শুরু হয়। তবে চলচ্চিত্রে তার সম্পৃক্ততা ঘটে ১৯৭৩ সালে খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ১৯৮০ সালে সালাহ উদ্দীন জাকীর ‘ঘুড্ডি’, ১৯৮১ সালে সৈয়দ হাসান ইমামের ‘লাল-সবুজের পালা’, ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’ সহ ‘মানে না মানা’, ‘নয়নের আলো’ ‘নতুন বউ’, ‘রাজবাড়ি’, ‘মীমাংসা’, ‘আয়না বিবির পালা’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘লালন’, ‘লালসালু’, ‘ঘানি’, ‘মৃত্তিকা মায়া’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন এ দেশের সিনেমাপ্রেমী দর্শককে।