রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘শনিবার বিকেল’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪১তম আসরে দুটি পুরস্কার জিতেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিতে ‘শনিবার বিকেল’। রাশিয়ার মস্কোতে ১৮ই এপ্রিল শুরু হওয়া এ উৎসবে যোগ দেন এ ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ছবির অভিনেতা জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা। 

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন আজ। প্রচলিত রীতি অনুযায়ী প্রতিবছর সকাল বেলা ঘোষণা করা হয় বিভিন্ন ক্রিটিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ড এবং সন্ধ্যায় ঘোষণা করা হবে অফিশিয়াল জুরিদের অ্যাওয়ার্ড। এই বছর ইন্ডিপেন্ডেন্ট জুরি অ্যাওয়ার্ড ঘোষনার আসর বসে মস্কো'র নভি আরবাত স্ট্রিট -এ অবস্থিত অক্টোবর সিনেমা হল -এ।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে জাজ মাল্টিমিডিয়া এবং ছবিয়াল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'শনিবার বিকেল' ছবিটি। যা আজ সকাল এগারোটায় ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ডে নিম্নোক্ত দুটি পুরস্কার লাভ করে। পুরস্কার দুটি হলো- রাশিয়ান ফিল্ম ক্রিটিক ফেডারেশন জুরি প্রাইজ ও  কোম্মেরসান্ট প্রাইজ।  

পুরস্কার দুটি গ্রহণ করেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং পুরস্কার গ্রহণের  সময় উপস্থিত ছিলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ছবির অন্যতম প্রযোজক আনা কাচকো এবং সিনেমাটোগ্রাফার আজিজ জাম্বাকিয়েভ।

পুরস্কার পাওয়ার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘শনিবার বিকেল’ ছবিটি ‘ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’-এ দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার জিতেছে। এরমধ্যে একটি হচ্ছে ‘রাশিয়ান ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস জুরি অ্যাওয়ার্ড’ এবং অন্যটি হচ্ছে ‘কমমেরস্যান্ট’ পুরস্কার। 

এই পুরস্কার প্রাপ্তিতে টিমের সকলকে ধন্যবাদ জানান মোস্তফা সরয়ার ফারুকী। এবার উৎসবে জুরিপ্রধান ছিলেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। 

এই চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২৪-শে এপ্রিল অক্টোবর সিনেমা হলের মাল্টিপ্লেক্স ১ -এ। শো দেখতে বিদেশী দর্শকের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশও উপস্থিত ছিলেন। ছবি দেখা শেষে দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে ছবির জন্য তাদের ভালোবাসা প্রকাশ করেন। শো শেষ হওয়ার পরও দীর্ঘসময় পর্যন্ত দর্শকরা ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে।

’শনিবার বিকেল’ চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশনরে পক্ষে প্রযোজনা করেছেন প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো।