রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আলফা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

মুক্তি পাচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র ‘আলফা’। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সসহ মোট চারটি প্রেক্ষাগৃহে দেখা যোবে এই চলচ্চিত্রটি। বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক ইবনে হাসান খান’র সহকারী মো. রুবেল হোসেন।

তিনি বলেন, প্রথম সপ্তাহে মোট চারটি প্রেক্ষাগৃহে দর্শক আলফা ‘দেখতে পাবেন’। হলগুলো হচ্ছে, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, শ্যামলী সিনেমা, সিলভার স্কিন চট্টগ্রাম।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালিনা কাহিনী, চিত্রনাট্যের এই চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রটির দৃশ্যে দেখা যাবে- কখনো কঠিন, আবার কখনো খারাপ বাস্তবতায় ঠাঁসা জীবন। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে যাওয়া দেখা যাবে ‘আলফা’র গল্পে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রশিল্পী আলমগীর কবীর, অভিনেত্রী দোয়েল ম্যাশ ও মুস্তাফিজ নুর ইমরান। আরো অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামানসহ অনেকে।