মস্কোতে দুই পুরস্কার পেল ফারুকীর ‘শনিবার বিকেল’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি জিতে নিয়েছে দুটি পুরস্কার। রাশিয়ান ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস জুরি ও কমমেরস্যান্ট পুরস্কার।
বৃহস্পতিবার ফেসবুকের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির বিষয়টি জানান ফারুকী।
বিশ্বের অন্যতম এ চলচ্চিত্র উৎসবটিতে পরিচালক ফারুকীর সঙ্গে পুরস্কার গ্রহণ করেন ছবির দুই অভিনেতা-অভিনেত্রী জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা, অন্যতম প্রযোজক আনা কাচকো এবং সিনেমাটোগ্রাফার আজিজ জাম্বাকিয়েভ।
১৮ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। চলে ২৫ তারিখ পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। ২৪ এপ্রিল উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি।
এর আগে, ২০১৭ সালে ‘ডুব’-এর জন্যও মস্কোতে কোমেরসান্ত পুরস্কার পেয়েছিলেন ফারুকী।